ক্যানিং, 13 জুন: বিরোধীদের মনোনয়ন জমা করানোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে ৷ দলের কর্মী সমর্থকদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেও দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা ও বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠছে ৷ মঙ্গলবার ক্যানিং বিডিও অফিস চত্ত্বরে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আহত হন বিজেপির কর্মী সমর্থকরা ৷ সেখানে গিয়ে আহত কর্মী সমর্থকদের অবস্থা দেখে এই ঘটনায় অভিষেকের দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপি নেতা সজল ঘোষ ।
তিনি বলেন, "ভাইপো দেখুন এটাই কি পশ্চিমবঙ্গের গণতন্ত্র ৷ কীভাবে বিরোধী কর্মী-সমর্থকদের মারধর করছে আপনার দলের লোকেরা ৷ আপনি দেখুন ।" সজল আবার হুঁশিয়ারিও দেন ৷ তিনি বলেন, "ভয় দেখিয়ে, মেরে বিজেপিকে আটকানো যাবে না । মানুষ এর যোগ্য জবাব দেবে পঞ্চায়েত নির্বাচনে । শাসকদল ভয় পেয়েছে, তাই বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে ।"
প্রসঙ্গত, ক্যানিংয়ে বিজেপি কর্মী সমর্থকদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে আশান্ত হয়ে ওঠে ক্যানিং ৷ এই ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের জন্য আবার কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ আক্রান্ত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক । এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সজল ঘোষ । তাঁদের সামনেই রক্তাক্ত হন বহু বিজেপি প্রার্থী সমর্থক । বিজেপির তরফে দাবি করা হয়, তাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিডিও অফিস চত্ত্বরে আসেন, ঠিক সেই সময় শাসকদলের বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর চড়াও হয় ৷
আরও পড়ুন:মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ । এরপর থেকেই মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে । মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না-ঘটে সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিডিও অফিস চত্ত্বরে জারি করা হয়েছে 144 ধারা । কিন্তু মঙ্গলবার যেন সেই চিত্রের বদল ঘটল । দেখা গেল, বিডিও অফিস চত্ত্বরে ঘিরে রয়েছে শতাধিক মানুষ । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাকি জেলাগুলিতে । শাসকের হাতে বিরোধীদের লাগাতার আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে ।