রায়দিঘি, 27 মে : নিজেদের নদীবাঁধ নিজেরাই সারিয়ে নেবেন ৷ আমফান বিধ্বস্ত সুন্দরবনের রায়দিঘি ও মথুরাপুরে বাঁধ মেরামতের কাজ পরিদর্শনে গিয়ে বললেন CPI(M)-এর প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ নিজের উদ্যোগে স্থানীয় মানুষকে কাজে লাগিয়ে সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন তিনি ৷
নিজেদের বাঁধ নিজেরা সারিয়ে নেব : কান্তি গঙ্গোপাধ্যায়
আমফানে বিধ্বস্ত বাঁধ মেরামত না করলে পূর্ণিমার কোটালে চাষের জমিতে ফের জল ঢুকবে ৷ নোনজল ঢুকে ক্ষতিগ্রস্ত হবে চাষাবাদ ৷
বিধ্বংসী আমফানে তছনছ হয়ে গেছে দক্ষিণ 24 পরগনা ৷ সুন্দরবনের বহু জায়গায় নদীবাঁধ ভেঙে নোনা জল ঢুকে চাষের ক্ষতি হয়েছে ৷ বাঁধ মেরামত না করলে বর্ষার সময় চাষের জন্য জল পাওয়া যাবে না ৷ তাই নিজের উদ্যোগে স্থানীয় মানুষকে কাজে লাগিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করলেন CPI(M)-এর প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ বাঁধের কাজ পরিদর্শনে গিয়ে বর্ষীয়ান নেতা বলেন, ‘‘কোনও নেতা, মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিক এলাকায় আসেননি ৷ আমফানের জেরে চাষের জমিতে নোনাজল ঢুকে অনেক ক্ষতি হয়েছে ৷ কয়েকদিন পরে পূর্ণিমা ৷ সেইসময় ভরা কোটালে ভাঙা বাঁধ দিয়ে আবার জল ঢুকতে শুরু করবে ৷ তাই বাঁধ সারানোর কাজ শুরু করেছি ৷’’
সরকারি যা সাহায্য এসেছে তার সঙ্গে নিজে কিছু সাহায্য দিয়ে মথুরাপুর ও রায়দিঘির মানুষের পাশে দাঁড়িয়েছেন CPI(M)-এর প্রবীণ নেতা ৷ বাঁধ মেরামতের কাজে আসা এক মহিলা জানান, ‘‘আমাদের ঘর-বাড়ি ভেঙে গেছে ৷ ছেলে-পুলে-নাতি-নাতনি নিয়ে সমস্যায় পড়েছি ৷ কান্তিবাবু আমাদের সাহায্য করেছেন ৷’’ তাঁদের অভিযোগ, BDO থেকে নেতা-মন্ত্রী কেউ এলাকায় আসেননি ৷ তাই নিজেরাই বাঁধ মেরামত করার উদ্যোগ নিয়েছেন ৷