ভাঙড়, 4 অক্টোবর : সারা বাংলা যখন দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠেছে তখন মন খারাপ ভাঙড়ের আদিবাসী মহল্লার ৷ তাদের মহল্লায় যে পুজো হয় না ৷ আশপাশের গ্রামে যখন মাতৃ আরাধনায় মেতে উঠে তখন ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামের আদিবাসী মহল্লায় একরাশ হতশার ছবি । "দুগ্গা" যে ওদের পাড়ায় ওঠে না । এমন কী অর্থাভাবে করম পুজোও হয় না । ফলে উৎসবের দিনগুলোতে ভাঙড়ের আদিবাসী মহল্লায় ভেসে বেড়ায় আক্ষেপ ও হতাশা ৷
ভাঙড়ে আদিবাসী মহল্লায় হাসি ফোটাল পুলিশ - bhangar Adibashi mahalla
উমার আগমনে মেতে উঠেছে সারা বাংলা ৷ আকাশে- বাতাস মাতিয়ে রেখেছে উৎসবের সুর ৷ উৎসবের দিনে ভাঙড়ের আদিবাসী মহল্লায় একরাশ হতাশা ও আক্ষেপ ৷ তাদের আক্ষেপ কাটাতে এগিয়ে এল প্রশাসন ৷ আদিবাসীদের হাতে পুজোয় নতুন জামা তুলে দিল কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা ।
এবার পুজোয় আদিবাসী মহল্লায় খুশির হাওয়া নিয়ে এল কলকাতা লেদার কমপ্লেক্স থানা । কলকাতা পুলিশের উদ্যোগে ব্যাওতা গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া সর্দার পাড়ার দুই শতাধিক মানুষের হাতে নতুন জামা তুলে দেন লেদার কমপ্লেক্স থানার OC স্বরূপকান্তি পাহাড়ি । পুজোয় নতুন জামা কাপড় পেয়ে উচ্ছ্বসিত মলি ওরাওঁ, সাবিতী মুণ্ডা, সাধন সর্দাররা । কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আদিবাসী মহল্লার বাসিন্দাদের জন্য শাড়ি, জামা ও ধুতির ব্যবস্থা করেছে ৷
পুলিশ এদের পাশে দাঁড়াতে পেরে খুশি। থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপকান্তি পাহাড়ি বলেন, " আমি খবর পেয়েছিলাম এখানে দুর্গাপুজো হয় না । ফলে পুজোর আনন্দ এখানে নেই । তাই আমরা এদের হাতে শাড়ি, জামা , ধুতি তুলে দিলাম ৷ আমরা চাই পুজোয় আনন্দে সবাই মেতে উঠুক ৷"