জয়নগর, 26 এপ্রিল : রাজ্যের করোনার পরিস্থিতি উদ্বেগজনক । সাধারণ মানুষকে মাস্ক পরার বারবার অনুরোধ করা হচ্ছে ৷ মাইকিংয়ের মাধ্যমেও প্রচার চালাচ্ছে প্রশাসন । তা সত্ত্বেও সোমবার সকালে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের মগরাহাট মোড়ে উল্টো ছবি দেখা গেল । প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়াই বাজার করতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ । নাছোড়বান্দা পুলিশও । শাস্তি হিসাবে ব্যায়াম করিয়ে, ধমক দিয়ে মাস্ক পরিয়ে দিলেন তাঁরা ।
সোমবার মগরাহাট বাজারে যাঁরা মাস্ক না পরা ঘোরাঘুরি করেছেন, তাঁদের কড়া পুলিশি শাস্তির সম্মুখীন হতে হয়েছে । ব্যবসায়ী থেকে ক্রেতা কেউ রেহাই পাননি জয়নগর থানার পুলিশের এই শাস্তির হাত থেকে । মাস্ক না পরা ব্যক্তিদের শাস্তি হিসাবে ব্যায়াম করায় পুলিশ । ব্যায়ামের শেষে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে ঘরে পাঠায় জয়নগর থানার পুলিশ ।