গঙ্গাসাগর, 18 জানুয়ারি: গঙ্গাসাগরে এক নম্বর ঘাটের কিছুটা দূরে গেলে দেখা পাওয়া যাবে নীল টি-শার্ট পরে কয়েকজন মানুষ ছোট একটি তাবু তৈরি করে বসে রয়েছেন। তাঁরা ছোট একটি ডিভাইসের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলছেন । প্রথমে আপনার ভাষাগুলি শুনে মনে হবে এই মানুষগুলো হয়তো ভিন্নগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । কিন্তু তা হয়, এটি হল 'হ্যাম রেডিয়ো' (Ham Radio)। রেডিয়ো তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিয়ো স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করেছেন তাঁরা ৷ সাগরদ্বীপ সম্পর্কে এবং গঙ্গাসাগর মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র সদস্যরা ।
আইল্যান্ড অন দ্য ইয়ার উদ্যোগ: আইল্যান্ড অন দ্য ইয়ার, আয়োটা এএস- 153 স্পেশাল কলিং সিগনাল এটি2ডব্লিউ বিআরসি রেডিয়ো তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের কাছে তুলে ধরছে হ্যাম রেডিয়ো । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সাগর দ্বীপ ও মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে । মেলা শুরুর আগে থেকেই এর জন্য কাজ শুরু করেন দীপক চক্রবর্তী, সাবর্ণী নাগবিশ্বাস, জয়ন্ত বৈদ্যরা । জানা গিয়েছে, রাশিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্যে রেডিয়োর মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র তিন কর্মী । বিভিন্ন দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন দ্বীপ ও বিচ পরিক্রমা করেন । রেডিয়ো তরঙ্গের মাধ্যমে সাগরের ব্যাপারে তথ্য পাবে তারা ৷ এরপর অনেকেই এখানে আসতে আগ্রহী হবেন বলে মনে করছেন হ্যাম রোডিয়োর সদস্যরা।
পশ্চিমবঙ্গ হ্যাম রেডিয়োর সম্পাদকের বক্তব্য: অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলাতে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য "আয়োটা"র মাধ্যমে আমরা পৃথিবীর সকল রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগ করে সাগরদ্বীপ সম্পর্কে বিভিন্নরকম তথ্য প্রেরণ করছি । যাতে দেশের কোনায় কোনায় গঙ্গাসাগর মেলা সম্পর্কে মানুষরা জানতে পারে । পাশাপাশি এর ফলে গঙ্গাসাগর সম্পর্কে বিশ্বের প্রচুর মানুষ জানতে পারবে ৷ এখানে একটি ধর্মীয় মন্দির রয়েছে তা সম্পর্কেও জানতে পারবে ৷ এর মাধ্যমে গঙ্গাসাগরের আর্থিক ও সামাজিক আমরা উন্নতি ঘটাতে পারব ।"