ভাঙড়, 25 জানুয়ারি: বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির (Naushad Siddiqui Update) দাবিতে আত্মহত্যার চেষ্টা করলেন এক আইএসএফ সমর্থক (ISF Supporter Suicide Attempt)৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে ৷ জোর করে বিষে ভরা ইঞ্জেকশন নিজের গায়ে ফোটানোর চেষ্টা করেন এক যুবক ৷ কোনও ক্রমে পুলিশ তাঁকে বিরত করেছে ৷ এই ঘটনায় আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশকর্মী আহত হন (Bhangar News)৷
ভাইজানের মুক্তি চাই: এক হাতে পোস্টার । গোটা-গোটা অক্ষরে সেখানে লেখা রয়েছে 'ভাইজানের মুক্তি চাই’। অন্য হাতে ধরে রেখেছেন বিষভর্তি ইঞ্জেকশন । পুলিশ তাঁকে তুলে নিয়ে যেতে গেলে হয় সেই ইঞ্জেকশন দিয়ে নিজে মরবেন, নয়তো অন্যকে মারবেন, এমনই হুমকি দেন ওই আইএসএফ সমর্থক । এরপর জোর করে সেই ইঞ্জেকশন নিজের গায়ে ফোটাতে গেলে পুলিশ তাঁকে আটকায় ৷
বিক্ষোভ মিছিলে আইএসএফ: বুধবার বিধায়ক নওশাদ সিদ্দিকী ও আইএসএফ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে আব্বাস সিদ্দিকীর দল । যদিও পুলিশের তরফে প্রতিটি রাজনৈতিক দলকেই মিছিল-মিটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে । তবে সেই নির্দেশিকা উপেক্ষা করেই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করছে আইএসএফ ৷
আইএসএফ-তৃণমূলের অভিযোগ পালটা অভিযোগ: প্রসঙ্গত, শনিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় একটি সভার আয়োজন করেছিল আইএসএফ । আইএসএফের অভিযোগ, সেই সভায় যোগদান করার জন্য কলকাতা আসার পথে ভাঙড়ে তাঁদের দলের সমর্থকরা আক্রান্ত হন । তৃণমূল কর্মীরা নওশাদ সিদ্দিকীর দলের সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে । অপরদিকে, আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন ভাঙড়ের তৃণমূল কর্মীরাও ।
আরও পড়ুন:ধর্মতলার ঘটনায় 1 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত বিধায়ক নওশাদের
আত্মহত্যার চেষ্টা আইএসএফ কর্মীর: ভাঙড়ের ঘটনার পর ধর্মতলায় দুপুর থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মী-সমর্থকরা । সেখান থেকেই গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁরই মুক্তির দাবিতে বুধবার আত্মহত্যার চেষ্টা করেন আইএসএফ সমর্থক বসির ৷ হাতে বিষের ইঞ্জেকশন কেন নিয়েছেন তিনি ? এই প্রশ্ন করলে তিনি বলেন, “আমার অনশনে যাতে কেউ ব্যাঘাত না ঘটায়, তার জন্যেই এটা হাতে নিয়েছি । এঁদের বিরাট ক্ষমতা । আমাকে যে কোনও সময় তুলে নিতে পারে । যতক্ষণ না ভাইজানকে মুক্ত করা হচ্ছে, ততক্ষণ আমি বিক্ষোভ করে যাব ।" বসির জানিয়েছেন, যে কোনও মুহূর্তে তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, সে রকম আশঙ্কা করছেন তিনি । জোর করে তুলে নিয়ে যেতে পারে বলেই তিনি বিষ ইঞ্জেকশন হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানান ।
বুধবার কলকাতায় নাগরিক মিছিলের ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ 18 জন আইএসএফ নেতাকর্মীর গ্রেফতারির প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে । প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর কথা মাথায় রেখে আইএসএফের মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ ৷