পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawshad Siddiqui: ভাঙড়ে তৃণমূলের কেউ নিহত হয়ে থাকলে পরিচয় সামনে হোক, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ নওশাদের

ভাঙড়ে নিহত আইএসএফ কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ৷ তাঁর বক্তব্য, ভাঙড়ে তৃণমূলের কেউ নিহত হয়ে থাকলে পরিচয় সামনে হোক ৷

Nawshad Siddiqui
Nawshad Siddiqui

By

Published : Jun 16, 2023, 7:52 PM IST

ভাঙড়ে তৃণমূলের কেউ নিহত হয়ে থাকলে পরিচয় সামনে হোক, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ নওশাদের

ভাঙড়, 16 জুন: পঞ্চায়েত নির্বাচনের জেরে তৈরি হওয়া গোলমালে গুলিতে নিহত আইএসএফ কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ কথা বললেন অশান্ত ভাঙড়ের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুুষের সঙ্গে কথাও বলেন তিনি ৷ তার পর সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে ৷ চ্যালেঞ্জ ছুঁড়লেন, ভাঙড়ে তৃণমূলের কেউ মারা গিয়ে থাকলে, তাঁর পরিচয় সামনে আনা হোক ৷

গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙড়ে ৷ সেখানে এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ ৷ আইএসেফের দাবি, তাঁদের নিহত কর্মীর নাম মইনুদ্দিন মোল্লা ৷ তিনি ভাঙড়ের জয়পুরের বাসিন্দা ৷ শুক্রবার সেই মইনুদ্দিনের বাড়িতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ সেখানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন ৷ পাশে থাকার আশ্বাস দেন ৷

যদিও এ দিন নামখানার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভাঙড়ের গোলমালে তাঁদের দু’জন কর্মী নিহত হয়েছেন ৷ নওশাদ কার্যত সেই দাবি উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কাছে এমন কোনও খবর নেই বলেও দাবি করেছেন ৷ এদিন সাংবাদিকদের সামনে নিহত আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লার আধার কার্ড তুলে ধরেন এই বিধায়ক ৷ তার পর চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে৷ জানান, তৃণমূলের কেউ মারা গিয়ে থাকলে তাঁর পরিচয় সামনে আনা হোক ৷

আরও পড়ুন:এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে পশ্চিমবঙ্গ দেখেনি, দাবি মমতার

প্রসঙ্গত, গত সোমবার থেকেই মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়েছিল ভাঙড় ৷ এই নিয়ে গত কয়েকদিনে একাধিকবার সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী ৷ শুক্রবার নিহত সহকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেন আইএসএফ বিধায়ক ৷ তার পর তৃণমূলকে পালটা নিশানা করেন ৷

তৃণমূলের বক্তব্য, ভাঙড়ে মনোনয়ন সুন্দর হয়েছে ৷ এই নিয়ে নওশাদ বলেন, ‘‘এই মনোনয়ন ওঁর কাছে সুন্দর হয়, কত মানুষ মারা গেলে ওঁর কাছে খারাপ লাগবে ৷ হয়তো ওঁদের কাছে লাশের রাজনীতি ভালো, বোমার রাজনীতি সুন্দর, গোলাগুলির রাজনীতি সুন্দর ৷ বাইরে থেকে লোক এনে যদি এলাকাকে উত্তপ্ত করাই সুন্দর হয়, তাহলে তাঁর যুক্তি ঠিক আছে ৷ বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে এটা ভয়ঙ্কর ৷’’ রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্য়ের মাধ্যমে তিনি শুধু তৃণমূলকেই আক্রমণ করেননি ৷ বরং সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

নওশাদের আরও দাবি, বৃহস্পতিবারের ঘটনায় গ্রামবাসী বহু দুষ্কৃতীকে ধরে ফেলে । তাদেরকে জিজ্ঞাসা করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যে সব বহিরাগত দুষ্কৃতীরা গতকাল গন্ডগোল পাকাতে এসেছিল তাদেরকে সাধারণ মানুষ কোনও ক্ষতি না করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে । তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি ৷ এই ঘটনায় এনআইএ তদন্ত চাই আমরা ।’’

আরও পড়ুন:বিজেপির দালাল নওশাদ, শান্তিপূর্ণ মনোনয়ন বলেও ভাঙড় নিয়ে তীব্র আক্রমণ মমতার

ABOUT THE AUTHOR

...view details