ভাঙড়, 26 জুলাই:ভোট পরবর্তী হিংসায় গত 15 জুলাই ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজু নস্কর ও রশিদ মোল্লা নামে দুই তৃণমূল কর্মীর । সেই ঘটনায় এবার এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনায় বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা । কাঁটাডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি । আইএসএফের ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি । পঞ্চায়েত সমিতি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেওছেন তিনি । তাঁর বিরুদ্ধে ভাঙড়ে লাগাতার ভোট পরবর্তীতে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে । ধৃতকে বুধবার আলিপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে ।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এ বিষয়ে বলেন, "ওঁনাকে ভোটের আগে থেকেই ভয় দেখানো হত । বলা হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব । জেতার পরও হুমকি দেওয়া হয়েছে । পুলিশ একাধিকবার তাঁর বাড়ি গিয়েছে । তল্লাশির নামে লণ্ডভণ্ড করা হয়েছে ঘর । ওঁনাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে পুলিশ । এটা শুরু থেকেই হচ্ছে ।" অপরদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, "ওহিদুল সমাজ বিরোধী । ভাঙড়ে বোমা-গুলির সাপ্লাই করেন । আমি পুলিশকে ধন্যবাদ জানাই ওঁনাকে গ্রেফতার করার জন্য । গতকাল রাত্রিবেলা বিশ্বজিতের বাড়ি থেকে ওঁনাকে গ্রেফতার করা হয় । আর ভাঙড়কে উত্তপ্ত করার পিছনে বিশ্বজিৎ অনেক বক্তৃতা দিয়েছেন । ভাঙড়ে অশান্তির পিছনে ওঁনারাই রয়েছেন ।"