পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence Row: ভাঙড়ে তৃণমূল কর্মীদের খুনের ঘটনায় গ্রেফতার আইএসএফ নেতা - আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

ISF Leader Arrested in Bhangar: ভোট পরবর্তী 2 তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার আইএসএফ নেতা । বাংলাদেশ সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।ষড়যন্ত্র করে গ্রেফতার করেছে পুলিশ বলে দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ৷ পালটা এই গ্রেফতারির জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷

ISF leader
অভিযুক্ত আইএসএফ নেতা

By

Published : Jul 26, 2023, 3:30 PM IST

তৃণমূল কর্মীদেরকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভাঙড়, 26 জুলাই:ভোট পরবর্তী হিংসায় গত 15 জুলাই ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজু নস্কর ও রশিদ মোল্লা নামে দুই তৃণমূল কর্মীর । সেই ঘটনায় এবার এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনায় বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা । কাঁটাডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি । আইএসএফের ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি । পঞ্চায়েত সমিতি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেওছেন তিনি । তাঁর বিরুদ্ধে ভাঙড়ে লাগাতার ভোট পরবর্তীতে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে । ধৃতকে বুধবার আলিপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে ।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এ বিষয়ে বলেন, "ওঁনাকে ভোটের আগে থেকেই ভয় দেখানো হত । বলা হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব । জেতার পরও হুমকি দেওয়া হয়েছে । পুলিশ একাধিকবার তাঁর বাড়ি গিয়েছে । তল্লাশির নামে লণ্ডভণ্ড করা হয়েছে ঘর । ওঁনাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে পুলিশ । এটা শুরু থেকেই হচ্ছে ।" অপরদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, "ওহিদুল সমাজ বিরোধী । ভাঙড়ে বোমা-গুলির সাপ্লাই করেন । আমি পুলিশকে ধন্যবাদ জানাই ওঁনাকে গ্রেফতার করার জন্য । গতকাল রাত্রিবেলা বিশ্বজিতের বাড়ি থেকে ওঁনাকে গ্রেফতার করা হয় । আর ভাঙড়কে উত্তপ্ত করার পিছনে বিশ্বজিৎ অনেক বক্তৃতা দিয়েছেন । ভাঙড়ে অশান্তির পিছনে ওঁনারাই রয়েছেন ।"

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ওহিদুলের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো থেকে বোমাবাজির নানা অভিযোগ রয়েছে । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ । তাঁকে ধরতে তাঁর বাড়িতে একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছিল বলে খবর ৷ তবে ব‍্যর্থ হয় । অবশেষে মঙ্গলবার রাত্রিবেলা তিনি ধরা পড়েন ৷ সূত্রের খবর, গতকাল রাতে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানাকে সঙ্গে নিয়ে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয় । আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল যে সেখানেই লুকিয়ে রয়েছেন অভিযুক্ত । এরপর রাতেই বিশ্বজিতের বাড়ি থেকে গ্রেফতার হন ওহিদুল ইসলাম মোল্লা ।

আরও পড়ুন:ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় আইএসএফ-বিজেপিকে দায়ী করলেন সওকত-আরাবুলরা

কয়েকদিন আগেই আইএসএফের জেলা পরিষদ প্রার্থী জাহানারা বিবির স্বামী তথা ভোগালী 1 নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি কারিমুল ইসলাম-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ভাঙড়ে অশান্তির সূত্রপাত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই । মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে । চলেছে গুলি । তবে ভোট মিটলেও অব্যাহত হিংসা ও অশান্তি ।

ABOUT THE AUTHOR

...view details