কাকদ্বীপ, 21 অগস্ট: 24 ঘণ্টার মধ্যে ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার (Indian Trawler Rescue Seven Bangladeshi Fishermen) ৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে গভীর সমুদ্রে বাংলাদেশের দু’টি ট্রলার উল্টে যায় ৷ মোট 30 জন মৎস্যজীবী ওই দু’টি ট্রলারে ছিলেন ৷ তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা ৷ বাকি 23 জন এখনও নিখোঁজ ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ৷
জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্য পড়ে উল্টে যায় বাংলাদেশের দু’টি ট্রলার (Fishing Vessel Capsized) ৷ তার একটিতে 13 জন এবং আরেকটিতে 17 জন মৎস্যজীবী ছিলেন ৷ প্রায় আড়াই দিন সমুদ্রে ভেসে থাকার পর আজ ভারতীয় একটি ট্রলার তাঁদের মধ্যে 7 জনকে উদ্ধার করেছে (Bangladeshi Fishermen Rescued) ৷ বাকি 23 জনের খোঁজ পাওয়া যায়নি ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের খোঁজ শুরু করেছে ৷ হাসপাতালের ভর্তি এক মৎস্যজীবী জানান, প্রায় আড়াই দিন তাঁরা সমুদ্রের নোনাজলে ভেসে ছিলেন ৷ এখন তাঁরা দ্রুত নিজেদের দেশে ফিরতে চান ৷