জয়নগর(দক্ষিণ 24 পরগনা), 15 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আর বাকি হাতেগোনা কয়েকদিন ৷ তার আগে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে ৷ গত দু-তিন দিন ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায় ৷ আর তারই জেরে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের (Artisans worried for depression) ৷
নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বিভিন্ন উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি । ফলে বাইরে রোদে শুকোনো যাচ্ছে না প্রতিমা ৷ যার জেরে অসমাপ্ত থেকে যাচ্ছে প্রতিমাগুলি । আর কয়েকটা দিন পরই বিশ্বকর্মা পুজো ৷ সময়ে প্রতিমা গড়ার কাজ সম্পন্ন না-হওয়ায় চিন্তায় পড়েছেন পোটো পাড়ার শিল্পীরা ।
প্রতিমা গড়ার কাজ সম্পন্ন না হওয়ায় চিন্তায় পড়েছেন পোটো পাড়ার শিল্পীরা মৃৎশিল্পী দীপঙ্কর নস্কর বলেন, "গত দু'বছর করোনার জন্য তেমন একটা লাভের মুখ দেখতে পাইনি আমরা। এবার ভেবেছিলাম গত দু'বছরের ক্ষতি কিছুটা কাটিয়ে লাভের মুখ দেখব । কিন্তু দোসর হল বৃষ্টি । প্রবল বৃষ্টিপাতের জেরে প্রতিমা অসমাপ্ত থেকে যাচ্ছে । কিছু কিছু প্রতিমা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে । আবার নতুন করে সেই সকল প্রতিমা গড়তে হবে ৷ কিন্তু হাতে আর সময় নেই । এ বছরও লাভের মুখ দেখতে পাব না মনে হয় ।"
নিম্নচাপের বৃষ্টির জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের আরও পড়ুন:মূল্যবৃদ্ধির বাজারে সীসামুক্ত রং ব্যবহারে অনীহা কুমারটুলির
যদিও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও উন্নতি ঘটবে আবহাওয়ায় ৷ তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গবাসীর ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেই ৷ এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে কতটা লাভের মুখ দেখেন মৃৎশিল্পীরা, তাই এখন দেখার বিষয় (Durga Puja 2022) ৷