রায়দিঘি, 11 অক্টোবর: মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে মঙ্গলবার রায়দিঘিতে বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)-সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব । রাজ্য সরকারের একাধিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আবারও সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি বলেন, "তৃণমূলের সবাই চোর ৷ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত সকলে । আমরা দুর্নীতিমুক্ত বাংলা গড়তে এসেছি । আমাদের দলে চোরদের কোনও স্থান নেই ।"
এদিন তিনি আরও জানান, আমরা 2 মাস আগেও স্লোগান দিতাম পার্থ চোর, অনুব্রত চোর, মানিক চোর ৷ এখন সেটা প্রমাণিত । তৃণমূলের সবাই চোর । আমরা পশ্চিমবঙ্গকে ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেব । আমরা ওপরের স্তরের দিকে পরিষ্কার করব, আর বুথ স্তরে পরিষ্কার করব । এমনই ঝাঁঝালো ভাষণ দিয়ে কর্মীদের উজ্জীবিত করেন শুভেন্দু অধিকারী ।
আরও পড়ুন:বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস
গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস চলেছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি । পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি শাসকদলের গুণ্ডা বাহিনীরা । সেই প্রসঙ্গ টেনে এনে রাজ্যের বিরোধী দলনেতা জানান, গতবারের পঞ্চায়েত নির্বাচনের মতো এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেবে না ৷ এইরকম যদি মনে করে থাকে তাহলে হচ্ছে ভুল মনে করে থাকবে । আমাদের শীর্ষ নেতৃত্বরা প্রতিটি বুথে বুথে থাকবে ।
রায়দিঘিতে বিজয়া সম্মেলনের সভায় শুভেন্দু অধিকারী এছাড়াও সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে আবারও শাসকদলের দিকেই আঙুল তুলে তিনি জানান, রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করছে । গ্রেফতার করে বিজেপিকে আটকে রাখা যাবে না । বিজেপি আছে মাঠে ময়দানে ৷ প্রতি বুথে বুথে প্রতিটি বাড়ি বাড়ি । পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবারে লড়াইয়ে নামবে বিজেপি ।