দক্ষিণ 24 পরগনা, 2 জুন: বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ তাই বেশিরভাগ সময় বিছানায় শুয়েই থাকতেন ৷ কিন্তু মধ্যবিত্তের সংসারে তো আর শরীর সায় দেয় না বললে চলে না ৷ প্রতিদিনের মতো তাই বৃহস্পতিবারও অসুস্থ শরীরে ঘরকন্নার কাজ সেরে বিশ্রাম নিচ্ছিলেন গৃহবধূ ৷ স্ত্রী কে বিশ্রাম নিতে দেখে তীব্র গরমে মাথার কাছে থাকা স্ট্যান্ড ফ্যানটি চালিয়ে দিয়েছিলেন স্বামী ৷ সেই স্ট্যান্ড ফ্যানই কাল হল ৷ তাতেই ওড়না জড়িয়ে মৃত্যু হল গৃহবধূর ৷ মৃতের নাম তাসমিনা বিবি (27) ৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বজবজ এলাকার ঘটনা ৷
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর মাথার কাছে চলছিল স্ট্যান্ড ফ্যানটি ৷ ফ্যানটিতে কোনও সেফ গার্ড ছিল না ৷ অর্থাৎ, স্ট্যান্ড ফ্যানের ব্লেডের সামনে যে ঢাকা দেওয়া খাঁচাটি থাকে সেটি ছিল না ৷ প্রচন্ড গরমের কারণে ওই গৃহবধূর স্বামী স্ট্যান্ড ফ্যানটি চালিয়ে দিয়ে বাইরে চলে যান চা খেতে ৷ বেশ কিছুক্ষণ পর চা খেয়ে ফিরে আসেন তিনি ৷ দেখেন স্ত্রী বিছানার উপর শুয়ে রয়েছেন ৷ আর তার উপর পড়ে রয়েছে স্ট্যান্ড ফ্যানটি ৷ তাতে ওড়না জড়িয়ে রয়েছে ৷ দেখেই তিনি স্থানীয় লোকজনকে খবর দেন ৷ স্থানীয়রা মিলে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷