পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mid-Day Meal: পুজোর মরশুমে মিড ডে মিলের পাতে ইলিশ-চিংড়ি, মুখে হাসি পড়ুয়াদের - Hilsa in Mid Day Meal

পুজোর ছুটির আগে মিড ডে মিলের পাতে পেল ইলিশ-চিংড়ি ৷ বেজায় খুশি ফলতা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ৷

Hilsa in Mid Day Meal
মিড ডে মিল

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 8:43 PM IST

পুজোর মরশুমে মিড ডে মিলের পাতে ইলিশ-চিংড়ি

ফলতা, 18 অক্টোবর:উৎসবের আমেজ স্কুলেও ৷ পুজোর মরশুমে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল ইলিশ ও চিংড়ি । স্কুলের এই উদ্যোগে বেজায় খুশি হয়েছে ছাত্র-ছাত্রীরা ৷ উৎসবের মরশুমে এই অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ 24 পরগনার ফলতা প্রাথমিক বিদ্যালয় । পুজোর ঢাকে কাঁঠি অনেকদিন আগেই পড়ে গিয়েছে ৷ আকাশে বাতাসে পুজোর আমেজ ৷ আর সেই আমেজকে গায়ে মেখেই পুজোর ছুটির আগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে উৎসব উদযাপন করল ফলতা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা । ফলতা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার করা হয় পুজো পরিক্রমা ৷ পাশাপাশি মিড-ডে মিলে ছাত্র-ছাত্রীদের জন্য ইলিশ ও চিংড়ি মাছের ভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ ।

এ দিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ফলতা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । এরপর স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় স্কুলেই । মধ্যাহ্নভোজনের মেনুতে ছিল ইলিশ ও চিংড়ি । স্কুল কর্তৃপক্ষর এই অভিনব উদ্যোগ দেখে খুশি অভিভাবক অভিভাবিকারাও । ফলতা এলাকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী কিংবা দিনমজুর । ইচ্ছে থাকলেও হয়তো তাদের সামর্থ্য নেই ৷ তাই পুজোর দিনেতে অন্যান্যদের মতন আনন্দে মেতে উঠতে পারে না এই পরিবারগুলি । তাদের জন্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা ।

আরও পড়ুন:মিড-ডে মিলে ইলিশ থালি ! বেজায় খুশি পড়ুয়ারা

এ বিষয়ে স্কুলের ছাত্রী দিয়া প্রামাণিক বলে, "পুজোর দিনে পরিবারের সঙ্গে আমরা ঠাকুর দেখতে বেরোই ৷ কিন্তু স্কুলের স্যারদের উদ্যোগে বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে খুব আমার খুব ভালো লাগছে । আজ ইলিশ ও চিংড়ি মাছও খেয়েছি ৷" ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, "ছাত্র ছাত্রীরা আমাদের পরিবারের সদস্য । আজ বিদ্যালয় পঠন-পাঠনের পর পুজোর ছুটি পড়ে যাবে । কিন্তু তার আগে আজ ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা ফলতা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপগুলি পরিক্রমা করি । ছাত্রছাত্রীরা প্রচণ্ড খুশি হয়েছে । ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের জন্য স্কুলে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে । আমাদের স্কুলের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা স্কুলের ছাত্র-ছাত্রীদের অত্যন্ত স্নেহ ও যত্নশীলতার সঙ্গে পড়াশোনা করায় এবং তাদেরকে নিজেদের ছেলেমেয়ে হিসাবে সমাদর করে ।"

ABOUT THE AUTHOR

...view details