ঢোলাহাটা (দক্ষিণ 24 পরগনা), 24 জুন : বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার এক বৃদ্ধের গলাকাটা দেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটা থানার অন্তর্গত পূর্ণ চন্দ্রপুর গ্রামের । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
মৃতের নাম রামপদ করন । প্রাক্তন শিক্ষক হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে তাঁর । আজ সকালেই বাড়ির পাশের বাগানে ঝোপের মধ্যে তাঁর গলাকাটা দেহ দেখতে পাওয়া যায় । রামপদবাবুর ছেলের বক্তব্য, গতরাতে তাঁর বাবা বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ মেলেনি । আজ সকালে তাঁর মা প্রথম ঝোপে রামবাবুর গলাকাটা দেহ দেখতে পান । স্থানীয়দের দাবি, অন্য কোথাও খুন করে মৃতদেহ ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা ।