পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ শেষ গঙ্গাসাগর মেলা, বাড়ির পথে পুণ্যার্থীরা - পুণ্যার্থী

এবারের মতো শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা । এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রশংসা পেল মেলার ব্যবস্থাপনা ।

Gangasagar
গঙ্গাসাগর

By

Published : Jan 18, 2020, 10:08 AM IST

গঙ্গাসাগর, 18 জানুয়ারি : আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা । সরকারি হিসাব অনুযায়ী প্রায় 50 লাখ পুণ্যার্থীর সমাগম হয়েছিল এবার । মেলার নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগী ছিল জেলা প্রশাসন ৷ প্রথম থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছেন জেলাশাসক ও রাজ্যের দুই মন্ত্রী ৷ দুর্ঘটনা মোকাবিলায় সদা তৎপর ছিল দমকল ।

এবছর গঙ্গাসাগর মেলা উদ্বোধন হয় 8 জানুয়ারি । উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করে পুণ্যার্থীরা । অনেকেই স্নান সেরে ফিরে যান মেলা শেষ হওয়ার আগেই । অনেকেই আবার থেকে গেছেন শেষ পর্যন্ত । মেলার নিরাপত্তাব্যবস্থা নজর কেড়েছে সকল পুণ্যার্থীর । সাধুবাদ কুড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স । জলে ডুব দিতে গিয়ে কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করার জন্যও ব্যবস্থাপনা ছিল । নজর ছিল স্বচ্ছতার দিকেও । মুখে প্লাস্টিকমুক্ত মেলা না বললেও কার্যত প্লাস্টিকের উপর ব্যাপকভাবে বিধিনিষেধ রেখে প্লাস্টিকমুক্ত মেলা করতে সক্ষম হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা, ব্যবস্থাপনায় সাধুবাদ পেল প্রশাসন

এই ক'দিন লট নং আট, কচুবেড়িয়া ঘাট, বেণুবন ঘাটসহ একাধিক জেটিঘাটে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থেকে পুণ্যার্থীদের পারাপারের উপর নজর রেখেছেন । পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মেলায় CCTV-র পাশাপাশি বাসগুলিতে বসানো হয়েছিল GPS ।

এই সংক্রান্ত আরও খবর : গঙ্গাসাগরে আসা এই সাধিকা ছিলেন জাতীয়স্তরের অ্যাথলিট !

মেলার দেখভালের দায়িত্বে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুব-কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । মেলাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি প্রশাসনিক আধিকারিকরা । এবারে মেলা শুরুর আগে থেকেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে নজর দিয়েছিলেন তাঁরা । নিয়ন্ত্রণ করা হয়েছিল গতিও । এবারের ফরমুলা সফল হওয়ায় আগামী বছরও এই ফরমুলাতেই মেলার ব্যবস্থাপনা ঠিক হবে বলে জানানন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details