পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা রোগীদের জন্য বিনামূল্যে অটো-অ্যাম্বুলেন্স, জয়নগরের 'দেবদূত' অর্পণ

উপার্জনের একমাত্র মাধ্যমকেই স্বেচ্ছায় সেবায় অর্পণ করছেন অর্পণ ৷ জয়নগরের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অর্পণ মণ্ডল ৷ ইতিমধ্যে তাঁর অটো-অ্যাম্বুলেন্স পরিষেবার বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

free-auto-ambulance-for-covid-infected-patient-by-arpan-mondal-of-jaynagar
free-auto-ambulance-for-covid-infected-patient-by-arpan-mondal-of-jaynagar

By

Published : May 15, 2021, 6:12 PM IST

জয়নগর, 15 মে: যখন করোনা রোগীদের অসহায়তার সুযোগ নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ৷ ওষুধ-অক্সিজেন নিয়ে চলছে কালোবাজারি ৷ চড়া দাম দিতে হচ্ছে অ্যাম্বুলেন্স পেতে, তখন নিজের অটোতে বিনামূল্যে করোনা রোগীদের হাসাপাতালে পৌঁছে দিচ্ছেন এক অটো চালক ৷

উপার্জনের একমাত্র মাধ্যমকেই স্বেচ্ছায় সেবায় অর্পণ করছেন অর্পণ ৷ জয়নগরের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অর্পণ মণ্ডল ৷ ইতিমধ্যে তাঁর অটো-অ্যাম্বুলেন্স পরিষেবার বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ করোনা রোগীদের সেবায় জয়নগরের দিনরাত এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে বেড়াচ্ছেন অর্পণ তাঁর অটো অ্যাম্বুলেন্স নিয়ে ৷ সোশ্যাল মিডিয়ায় অর্পণ যেমন তাঁর নাম ও ফোন নম্বর ছড়িয়ে দিয়েছেন ৷ তেমনই তাঁর অটোর সামনে বড় বড় করে লেখা আছে পরিষেবার কথা ৷ এছাড়া গোটা অটোজুড়ে করোনা সচেতনতার বার্তা দিয়েছেন জয়নগরের যুবক, লেখা ও ছবির মাধ্যমে ৷ অর্পণ জানান, অটোতে ব্যবস্থা আছে অক্সিজেনের ৷ প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করা হয় অটো ৷ এই বাজারে দেবদূতের মতোই অসহায় মানুষের ফোন পেলে তৎক্ষণাৎ পিপিই কিট পরে অটো নিয়ে পৌঁছে যাচ্ছেন অর্পণ ৷ রোগীদের পৌঁছে দিচ্ছেন হাসপাতালে ৷ কিছু ক্ষেত্রে নিজের উদ্যোগে রোগীকে ভর্তিরও ব্যবস্থা করছেন ৷

করোনা রোগীদের জন্য বিনামূল্যে অর্পণের অটো-অ্যাম্বুলেন্স ৷

আরও পড়ুন:ছেলের বউভাতের অনুষ্ঠান বাতিল করে অ্যাম্বুলেন্স দান ব্যবসায়ীর

অর্পণ মণ্ডল বলেন, "মানুষ অসচেতন ৷ তার উপর একদল অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে ৷ অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারছে না মধ্যবিত্ত মানুষ ৷ তাই ভাবলাম আমি যদি অটোর মাধ্যমে পরিষেবা দিয়ে সাহায্য করতে পারি ৷"

ABOUT THE AUTHOR

...view details