রায়দিঘি, 19 অক্টোবর : প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল বার বার । কিন্তু তা কানে তোলেননি কেউই । বরং দুর্যোগ মাথায় নিয়েই বেরিয়ে পড়েছিলেন । তাতে মরতে মরতে সুন্দরবন থেকে কোনও রকমে প্রাণ নিয়ে ফিরলেন একদল মৎস্যজীবী । মাছ ধরার সময় বিদ্যাধরী নদীতে নৌকা উল্টে যায় তাঁদের । তার পর গাছের ডালেই দু’রাত কাটাতে হয় তাঁদের ৷
নিম্নচাপের প্রকোপে বিগত কয়েক দিন ধরেই দুর্যোগ নেমে এসেছে বাংলায় । সেই পরিস্থিতিতে আগাম সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর এবং রাজ্য সরকার । ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের ।
আরও পড়ুন:Rhino carcass : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত
কিন্তু সে সব উপেক্ষা করেই, শনিবার দুপুরে নৌকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রায়দিঘির নগেন্দ্রপুরের 9 জন মৎস্যজীবী । গভীর রাতে সুন্দরবনের চাঁদদোয়ানি জঙ্গলের কছে বিদ্যাধরী নদীতে মাছ ধরতে পৌঁছন । তখনই বিপত্তি ঘটে ।
সেখানে প্রবল ঝড়ের মুখে পড়ে কাত হয়ে উল্টে যায় নৌকাটি । তাতে নদীতে পড়ে যান সকলে । এমনিতে সাঁতার জানলেও স্রোতের টানে কার্যত ভেসে যেতে থাকেন ওই মৎস্যজীবীর দল । কোনও রকমে সাঁতরে পাড়ে পৌঁছন ।
আরও পড়ুন:Kalchini BDO : বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের
কিন্তু জঙ্গলেও রাত কাটানো সুবিধের নয় । তাই ভেবেচিন্তে বড় গাছের মগডালে আশ্রয় নেন ওই মৎস্যজীবীরা । কিন্তু দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করার পর গাছের ডাল থেকে আর নামতে পারেননি তাঁরা ৷ বরং শনিবার রাতে তো বটেই, রবিবারও গাছের ডালেই কাটে তাঁদের ৷
আকাশ একটু ধরে আসতে মাথার পাগড়িতে বেঁধে রাখা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এক জন ৷ তাতে হইচই পড়ে যায় গোটা রায়দিঘিতে । জঙ্গলে আটকে পড়া ওই মৎস্যজীবীদের উদ্ধার করতে বেরিয়ে পড়েন গ্রামবাসীদের একটি দল । সুস্থ অবস্থাতেই সকলকে উদ্ধার করা সম্ভব হয় । এত বড় বিপদের মুখ থেকে সকলে নিরাপদে ফিরে আসায় স্বস্তি গোটা গ্রামে ।
গাছের ডালে দু’রাত কাটিয়ে বাঁচলেন 9 মৎস্যজীবী আরও পড়ুন:Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ
গাছের ডালে দু‘রাত কাটানোর অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক মৎস্যজীবী বলেন, ‘‘কী ভাবে যে দু‘রাত কেটেছে, তা উপরওয়ালাই জানেন ৷ সারা গায়ে-হাতে যন্ত্রণা ৷ অসম্ভব ক্লান্ত বোধ করছি ৷ ‘‘ কিন্তু দুর্যোগ উপেক্ষা করেও কেন গেলেন মাছ ধরতে? জবাবে ওই ব্যক্তি জানান, যখন জাল পেতে এসেছিলেন, তখন ঝড়-বৃষ্টি ছিল না । রাতে জাল তুলতে গেলে দুর্যোগ নেমে আসে ।