পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যবিধি মেনে রুপোলি শস্যের খোঁজে গভীর সমুদ্র পাড়ি মৎস্যজীবীদের

দক্ষিণ 24 পরগনা মৎস্য বন্দরগুলিতে মৎস্যজীবীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে । বিগত বছরগুলিতে তাঁরা তেমন একটা লাভের মুখ দেখেনি ৷ ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় দু’মাস সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল তাঁদের ৷ আর রাজ্যে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই সেই নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে ৷ তাই এবার গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা ৷

fishermen-are-ready-to-go-for-fishing-in-sea-from-tuesday-in-west-bengal
স্বাস্থ্যবিধি মেনে রুপোলি শস্যের খোঁজে গভীর সমুদ্র পাড়ি মৎস্যজীবীদের

By

Published : Jun 14, 2021, 3:27 PM IST

Updated : Jun 15, 2021, 2:25 PM IST

ডায়মন্ড হারবার, 14 জুন : কথায় আছে মাছে-ভাতে বাঙালি । আর তাই ভোজনরসিক বাঙালির পাতে রুপোলি শস্য অর্থাৎ, ইলিশের জোগান দিতে আগামিকাল গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা ৷ 61 দিন পর মঙ্গলবার গভীর সমুদ্রে মাছ ধরার উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা উঠছে ৷ তাই শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা ।

দক্ষিণ 24 পরগনা মৎস্য বন্দরগুলিতে মৎস্যজীবীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে । বিগত বছরগুলিতে তাঁরা তেমন একটা লাভের মুখ দেখেনি ৷ ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় দু’মাস সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল তাঁদের ৷ আর রাজ্যে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই সেই নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে ৷ তাই এবার গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা ৷ তাঁদের আশা, এ বছর ইলিশ মাছের জোগান ভাল হতে পারে ৷ কারণ গত দু’বছর ইলিশ (Hilsa) মাছ খুব একটা বেশি জালে ওঠেনি ৷ এমনকি মোহনায় ইলিশের সংখ্যাও অনেক কম ছিল ৷ অন্যদিকে, এবার ঘূর্ণিঝড় যশের হাওয়ার গতি পূর্ব দিকে হওয়ায়, ওড়িশা উপকূলের দিকে ভাল ইলিশ (Hilsa) পাওয়া গেছে ৷ তাই আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের উপূকলেও ইলিশের দেখা পাওয়া যাবে ৷

তবে, করোনা পরিস্থিতিতে সুরক্ষার দিকটিতেও নজর দিতে হচ্ছে প্রশাসনকে ৷ দক্ষিণ 24 পরগনা সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান এ নিয়ে জানিয়েছেন, তাঁরা মৎস্যজীবীদের প্রায় সবাইকে করোনার ভ্যাকসিনেশন করিয়েছেন ৷ কয়েকজনের বাকি রয়েছে ৷ খুব শীঘ্রই তাঁদেরও ভ্যাকসিনেশন হয়ে যাবে ৷ তবে, ট্রলার নিয়ে বেরনোর আগে সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক বলেও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার মাছ ধরতে সমুদ্রে যাচ্ছেন মৎস্যজীবীরা ৷

রুপোলি শস্যের খোঁজ

আরও পড়ুন : নিম্নচাপ ও ভরা কোটালে উপকূল এলাকায় আগাম সতর্কীকরণে প্রশাসন

তবে, প্রায় 2 মাস সমুদ্রে না যাওয়ায় পড়ে থেকে থেকে মাছ ধরার জাল ও ট্রলারের ক্ষয়ক্ষতিও কিছু হয়েছে ৷ তাই সেই সবগুলি ঠিক করে শেষ মুহূর্তের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মৎস্যজীবীরা ৷ এবার মাছ ধরতে যাওয়ার আগে প্রায় সর্বত্রই নতুন জাল বুনতে দেখা গিয়েছে মৎস্যজীবীদের ৷ সেই সঙ্গে মাছ ধরার ট্রলারের মেরামতিও করা হয়েছে ৷ মাছের সংরক্ষণের জন্য বরফও চলে এসেছে ৷ সব মিলিয়ে প্রস্তুতি প্রায় সারা ৷

তবে, মৎস্যজীবীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়তে থাকা জ্বালানির দাম ৷ ডিজেলের দাম 90 টাকা পেরিয়ে গিয়েছে ৷ ফলে ট্রেলার চালাতে যে পরিমাণ জ্বালানি খরচ হবে, তার খরচ উঠবে কি না সে নিয়ে চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা ৷

Last Updated : Jun 15, 2021, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details