কুলতলি, 9 নভেম্বর: পেটের টানে বিপদকে উপেক্ষা করে মৎস্যজীবীরা বারবার ছুটে যান সুন্দরবনে। সুন্দরবনের ঘন জঙ্গলে ওৎ পেতে থাকে সাক্ষাৎ মৃত্যু। জীবিকা নির্বাহ করতে ভাই ও গ্রামের অপর এক মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হল এক মৎস্যজীবীকে ৷ সেখানেই বাঘের হামলায় গুরুতর জখম হতে হল ওই মৎস্যজীবীকে ৷
সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে গতকাল ঘটনাটি ঘটেছে ৷ কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভাই সৌমিত্র সাফুঁইয়ের নৌকোয় করে দাদা লখিন্দর ও প্রতিবেশী ইব্রাহিম শেখ সোমবার সকালে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ দুপুরের পর কাঁকড়া ধরে খাওয়া-দাওয়া সেরে নৌকোতেই তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে একেবারে লখিন্দরের উপর এবং তাঁকে রীতিমতো জখম করে ফেলে ৷ চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দু'জন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তুললে বাঘ ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় ৷