পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ চেপে কুমিরকে জালবন্দি করলেন মৎস্যজীবী

নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন মৎস্যজীবী সেকেন্দার আলি । তবু পাকড়াও করেন বিশাল কুমিরটিকে । পরে বন দফতরের হাতে কুমিরটিকে তুলে দেওয়া হয় ।

kakdwip
কুমিরকে জীবিত অবস্থায় উদ্ধার মৎস্যজীবীর

By

Published : Jun 18, 2021, 6:06 PM IST

কাকদ্বীপ, 18 জুন: কথায় আছে "জো জিতা ওহি সিকান্দার" । এই প্রবাদ যেন সত্যি হল কাকদ্বীপের সিকান্দার আলির ক্ষেত্রে । কাকদ্বীপের ফটিকপুর গ্রামের বাসিন্দা সিকান্দার । নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে । বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন মৎস্যজীবী সিকান্দার আলি । একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন মৎস্যজীবী । ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ফটিকপুরে ।

সিকান্দার পাকড়াও করেন বিশাল কুমিরটিকে । পরে বন দফতরের হাতে কুমিরটিকে তুলে দেওয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকদ্বীপের ফটিকপুর গ্রামে । সিকান্দার প্রতিবেশী কয়েকজন যুবক মিলে স্থানীয় তিনপুরী নদীর খাঁড়িতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ।

কুমিরকে জীবিত অবস্থায় উদ্ধার মৎস্যজীবীর

আরও পড়ুন:নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে বেআইনি দোকান উচ্ছেদ মালদা প্রশাসনের

মাছ ধরার সময় হঠাৎই কুমির এসে আক্রমণ করে সিকান্দার আলিকে । সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখে ভয় না পেয়ে বুকে সাহস নিয়ে কুমিরের মুখ চেপে ধরেন মৎস্যজীবী সিকান্দার । কুমিরের মুখে মাছ ধরার জাল আটকে দেন । সিকান্দারের চিৎকারে সাহায্যের জন্য ছুটে আসেন অন্য মৎস্যজীবীরা । জীবিত অবস্থায় কুমিরটিকে ফটিকপুর গ্রামে নিয়ে আসা হয় ।

রাতে বন দফতরের আধিকারিকদের হাতে কুমিরটিকে তুলে দেন সিকান্দার । নামখানা বন দফতরের পক্ষ থেকে কুমিরটিকে শুক্রবার নিয়ে যাওয়া হবে ভাগবতপুর কুমির প্রকল্পে । সেখানেই রাখা হবে কুমিরটিকে । বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যশের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণেই কুমিরটি খাঁড়িতে এসে আশ্রয় নেয় ।

ABOUT THE AUTHOR

...view details