সুন্দরবন, 3মে : ফণীর প্রকোপ পড়ল সুন্দরবনে । সকাল থেকেই সুন্দরবনের নামখানা, সাগর, ফেজারগঞ্জ, ঘোড়ামারা, কাকদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে সুন্দরবনের নদীগুলি । রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়।
ফণীর প্রভাব সুন্দরবনে, একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত - cyclone
রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায় । আয়লার পর মতো কি ধ্বংসলীলা চালাতে চলেছ ফণী ?
2009-এর মে মাসে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী । আয়লার পর আবার এই ফণী আতঙ্ক সুন্দরবনে ।
সুন্দরবনের বাসন্তী, গোসাবা, কুলতলী মইপিটসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে জনজীবন ব্যাহত হয়েছে। সকালে কাজে বেরিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ।