পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফণীর প্রভাব সুন্দরবনে, একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত

রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায় । আয়লার পর মতো কি ধ্বংসলীলা চালাতে চলেছ ফণী ?

ফণী আতঙ্ক সুন্দরবনে

By

Published : May 3, 2019, 1:09 PM IST

সুন্দরবন, 3মে : ফণীর প্রকোপ পড়ল সুন্দরবনে । সকাল থেকেই সুন্দরবনের নামখানা, সাগর, ফেজারগঞ্জ, ঘোড়ামারা, কাকদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে সুন্দরবনের নদীগুলি । রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়।

সুন্দরবনের একাধিক জায়গায় বৃষ্টিপাত

2009-এর মে মাসে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী । আয়লার পর আবার এই ফণী আতঙ্ক সুন্দরবনে ।

ব্যাহত হয়েছে জনজীবন

সুন্দরবনের বাসন্তী, গোসাবা, কুলতলী মইপিটসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে জনজীবন ব্যাহত হয়েছে। সকালে কাজে বেরিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ।

ফণীর প্রকোপ সুন্দরবনে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details