ডায়মন্ড হারবার, 5 মার্চ : চলছে মাছ ধরার মরসুম । এর মধ্যে ঘটে গেল দুর্ঘটনা মাথায় হাত মৎস্যজীবী পরিবারদের । মেরামতির কাজের জন্য দাঁড়িয়ে থাকা ভুটভুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাটি ঘটেছে কুলপি থানার অন্তর্গত মুকুন্দপুর গ্রামে ।
অগ্নিকাণ্ডের জেরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এফ.বি মৌমিতা নামের ওই ভুটভুটি । যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা । সূত্রের খবর , মেরামতির কাজের জন্য গত তিন চার দিন ধরে নদীর ধারে দাঁড়িয়ে ছিল এফ বি মৌমিতা । কিন্তু গতকাল রাত পৌনে দুটো নাগাদ আড়ৎ কর্মীরা বাড়ি ফেরার সময় দেখেন দাউ দাউ করে জ্বলছে মাছ ধরার ভুটভুটি টি । গ্রামে খবর দেওয়া হলে ছুটে আসেন গ্রামের লোকজন । আসেন ভুটভুটির মালিক বাপন নস্করও । কিন্তু ততক্ষণে সব শেষ ।