পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে রায়গঞ্জে নামল ই-রিক্সা কন্টেইনার ভ্যান - ই-রিক্সা কন্টেইনার ভ্যান

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পকে সঠিক ভাবে রূপায়নের লক্ষ্যে ই-রিক্সা কন্টেইনার ভ্যান নামাল কালিয়াগঞ্জ পৌরসভা । পাড়ায় পাড়ায় গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ করবে এই ই-রিক্সা ভ্যান ৷

e-rickshow-container-van-inauguration-kaliyaganj
বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে রায়গঞ্জে নামল ই-রিক্সা কন্টেইনার ভ্যান

By

Published : Jul 6, 2021, 7:52 PM IST

রায়গঞ্জ, 6 জুলাই : কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পকে ঠিকমতো বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ই-রিক্সা কন্টেইনার ভ্যান নামাল কালিয়াগঞ্জ পৌরসভা । শহরের পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ করবে এই ই-রিক্সা কন্টেইনার ভ্যান ।

কালিয়াগঞ্জ পৌরসভার তরফে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই-রিক্সা কন্টেইনার ভ্যান পরিষেবা চালু করা হয় । প্রথম পর্যায়ে কালিয়াগঞ্জ শহরের 17টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য 7টি ই-রিক্সা কন্টেইনার ভ্যান চালু করা হল । এরপর ধাপে ধাপে আবর্জনা ও বর্জ্য পদার্থ সংগ্রহে পরিবেশ বান্ধব এই ই-রিক্সা কন্টেইনার ভ্যানের সংখ্যা বাড়ানো হবে ।

আরও পড়ুন:কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত

বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহে নতুন এই ই-রিক্সা কন্টেইনার ভ্যান পরিষেবা চালু করে কালিয়াগঞ্জের পৌরপ্রশাসক শচীন সিংহরায় জানান, রাজ্য নগরোন্নয়ন সংস্থার অধীনে শহরের বর্জ্য নিষ্কাশন করতে চালু হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প । এই প্রকল্পের অধীনে নগরোন্নয়ন দফতর থেকে ই-রিক্সা কন্টেইনার ভ্যান দেওয়া হয়েছে । কালিয়াগঞ্জ শহরের 17টি ওয়ার্ডের জন্য সমসংখ্যক ব্যাটারিচালিত কন্টেইনার ভ্যান আসবে । প্রথম পর্যায়ে যে 7টি ভ্যান এসেছে, তা দিয়ে এ দিন থেকে পরিষেবা চালু করা হল । ই-রিক্সা কন্টেইনার ভ্যানের মাধ্যমে বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজে গতি পাবে । পচনশীল ও কঠিন বর্জ্য পদার্থ সঠিক পদ্ধতি মেনে আলাদা ভাবে সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে এই ই-রিক্সা কন্টেইনার ভ্যানে ।

আরও পড়ুন:পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন

ABOUT THE AUTHOR

...view details