ডায়মন্ড হারবার, 4 জুন : বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল । ল্যাপারোস্কপিক ভ্যাজাইনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে এক যুবতির দেহে সফলভাবে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করে নজির গড়লেন সেখানকার চিকিৎসকরা । হাসপাতালের গাইনো বিভাগের প্রধান সমাদৃতা চক্রবর্তী সহ অধ্যাপক মানস সাহা ও নীতা রায়ের যৌথ প্রচেষ্টায় এই অস্ত্রোপচারে সাফল্য আসে। কিন্তু চিকিৎসায় সফলতা পাওয়ার পরেও চিকিৎসকরা জানান, স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারলেও যুবতি নিজের শরীরে কখনই সন্তান ধারণ করতে পারবেন না ।
টানা দু'বছর প্রেমের পর মগরাহাট থানা এলাকার বাসিন্দা প্রেমিকাকে বিয়ে করেন জয়নগরের যুবক। এরপর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও কোনও সন্তান হয়নি তাঁদের । এই সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে যান বছর 24-এর ওই যুবতি । শারীরিক পরীক্ষা-নিরীক্ষার করে জানা যায়, ওই যুবতির শরীরে অপরিণত যোনি ও জরায়ু রয়েছে । তারপরই ভ্যাজাইনোপ্লাস্টি অর্থাৎ কৃত্রিমভাবে দেহে যোনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।