পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 10, 2019, 5:10 PM IST

Updated : Dec 10, 2019, 9:42 PM IST

ETV Bharat / state

পিঁয়াজ নিয়ে কালোবাজারির আশঙ্কা, খতিয়ে দেখতে বাজারে জেলাশাসক

পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ৷ ফলে টান পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে । আর পিঁয়াজের দাম নিয়ে কালোবাজারি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসরে নামলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক । কথা বললেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে ।

DM on Onion
জেলাশাসক

বারুইপুর, 10 ডিসেম্বর : দিনের পর দিন বাড়ছে পিঁয়াজের দাম । ফলে টান পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে । আর পিঁয়াজের দাম নিয়ে কালোবাজারি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসরে নামলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক । কথা বললেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে । সরকারের নির্ধারিত দামে পিঁয়াজ বিক্রি হচ্ছে কি না তাও খোঁজ নিয়ে দেখলেন তিনি ।

পিঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে । তাই সুফল বাংলা কাউন্টারে নির্ধারিত মূল্যে পিঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে সরকার । অভিযোগ, এই সুযোগে অনেকেই দাম বাড়িয়ে পিঁয়াজের কালোবাজারি শুরু করেছে । যার ফলে সমস্যায় পড়ছে মধ্যবিত্তরা । তাই পরিস্থিতি সামাল দিতে আজ আসরে নামেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন । আজ SDO দেবারতি সরকার, পুলিশকর্মী ও বারুইপুর পৌরসভার আধিকারিক সহ টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে বারুইপুরের কাছারি বাজারে আসেন জেলাশাসক । সেখানে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন । কোথায় কে কত দামে পিঁয়াজ বিক্রি করছে সে সম্পর্কে খোঁজ নেন । পাশাপাশি সুফল বাংলা কাউন্টারে যান জেলাশাসক । সরকারের নির্ধারিত দামে পিঁয়াজ বিক্রি হচ্ছে কি না সেবিষয়ে খোঁজ নেন তিনি ।

পিঁয়াজ নিয়ে কী বললেন জেলাশাসক ? ভিডিয়োয় শুনুন বক্তব্য...

জেলাশাসক পি উলগানাথন বলেন, "ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বললাম । এখানে পিঁয়াজের পাইকারি দর বেড়ে গেছে । তাই খুচরো পিঁয়াজের দামও বেড়ে গেছে । ইতিমধ্যে আমরা কিছু পদক্ষেপ করেছি । তাছাড়া অনেকে পিঁয়াজ কিনে রেখে দিচ্ছে । তারপর দু-তিনদিন পর বাজারে পিঁয়াজ ছাড়ছে । এরকম জায়গাগুলো খুঁজে বের করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়ে গেছে । "

জেলাশাসকের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকরাও নিয়ম করে পার্শ্ববর্তী বাজারগুলিতে পিঁয়াজের দাম সহ বিভিন্ন রকম সবজির দাম খতিয়ে দেখছে । আজ ভাঙড় 2 নম্বর ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের নিয়ে বিভিন্ন বড় বড় বাজারে যান । সেখানে সঠিক দামে পিঁয়াজ ছাড়া অন্যান্য সবজি বিক্রি হচ্ছে কি না তা খতিয়ে দেখেন ।

Last Updated : Dec 10, 2019, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details