পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সফরের আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক ও মন্ত্রী

Gangasagar Mela: 3 জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে শনিবার মেলার প্রস্তুতি পরিদর্শনে এলেন জেলাশাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ৷

Gangasagar Mela
গঙ্গাসাগর মেলা

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 9:59 PM IST

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক ও মন্ত্রী

গঙ্গাসাগর, 30 ডিসেম্বর: 8 জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা 2024 ৷ তার আগে সরজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে 3 জানুয়ারি গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর আসার আগে শনিবার মেলার প্রস্তুতি পরিদর্শনে এলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। এ দিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা । গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের কোনওরকম যাতে অসুবিধা না হয় সে সকল বিষয় এ দিন খতিয়ে দেখেন জেলাশাসক ।

রাজ্যের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসার আগে সেজে উঠছে মেলা প্রাঙ্গণ । চলছে যুদ্ধকালীন তৎপরতায় মেলার প্রস্তুতি কাজ । এ দিন জেলা প্রশাসনের আধিকারিকেরা গঙ্গাসাগরে হেলিপ্যাড ময়দান থেকে শুরু করে গঙ্গাসাগর বাসস্ট্যান্ড-সহ সমস্ত সৈকতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন । এ বছর গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সুবিধার্থে করা হয়েছে 6 নম্বর রাস্তা ৷ এই রাস্তায় মাধ্যমে তীর্থযাত্রীরা খুব সহজেই গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবে । জেলাশাসক সুমিত গুপ্তা জানান, যুদ্ধকালীন তৎপরতাই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ চলছে ৷ খুব শীঘ্রই গঙ্গাসাগর মেলার কাজ শেষ হয়ে যাবে ।

জানা গিয়েছে, মেলার কথা মাথায় রেখে গঙ্গাসাগরে বিভিন্ন পয়েন্টগুলিতে জোরকদমে কাজ চালছে । গঙ্গাসাগর মেলার সময় থাকছে পর্যাপ্ত পরিমাণে বাস ৷ যাতে পুণ্যার্থীদের যাতায়াতের কোনওরকম অসুবিধা সম্মুখীন হতে না-হয় সেই দিকটা লক্ষ্যা রাখছে প্রশাসন । 24 ঘণ্টা ভেসেল পরিষেবা থাকবে । এই দিন মেলা প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গাসাগরের কপিলমুণি মন্দির চত্বরও ঘুরে দেখেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত-সহ বাকিরা ৷ পাশাপাশি মেলার প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক ।

গত বছরের তুলনায় পুণ্যার্থীদের সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা জেলা প্রশাসনের । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "এ বছর প্রায় 70 লক্ষ্য পুণ্যার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে । সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালন করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার । গঙ্গাসাগর মেলায় কোনওরকম খামতি রাখা হবে না । গঙ্গাসাগর মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে । পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করাই লক্ষ্য ।"

তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে 3 তারিখ সরজমিনে হাজির হচ্ছেন এখানে । তার আগেই মেলা প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে । গঙ্গাসাগর মেলাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে । মেলার দিনগুলিতে কড়া নজরদারি চালানো হবে ৷ এর পাশাপাশি মেলার সময় সমস্ত জিনিসের উপর নজর রাখবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক জেলাশাসকের, পুণ্যার্থীদের সব জানাবে কিউআর কোড
  2. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
  3. গঙ্গাসাগর পুণ্যার্থীদের বাড়তি পাওনা কালীঘাট মন্দির, মমতার নির্দেশে জরুরি বৈঠক কলকাতা কর্পোরেশনে

ABOUT THE AUTHOR

...view details