বকখালি, 6 অক্টোবর : "বাংলার পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে আর দিদিমণি উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় হাঁটছেন ৷" সুন্দরবনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । BJP কর্মীদের মনোবল বাড়াতে এবার সুন্দরবনের একাধিক দ্বীপে সভা ও চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ । আগামী বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচি ৷ দক্ষিণ 24 পরগনা সফরে এসে মঙ্গলবার সকালে বকখালির সমুদ্র তীরে BJP নেতা-কর্মীদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপবাবু সঙ্গে রয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি দীপংকর জানা ৷ আছেন স্থানীয় BJP নেতৃত্বও । বকখালির পর BJP নেতৃত্ব গাড়িতে করে যায় পাথরপ্রতিমায় ।
"বাংলার পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে, দিদিমণি উত্তরপ্রদেশের ঘটনায় রাস্তায় হাঁটছেন" - বকখালি
BJP কর্মীদের মনোবল বাড়াতে সুন্দরবনের একাধিক দ্বীপে সভা করলেন, চায়ে পে চর্চা অনুষ্ঠান যোগ দিলেন দিলীপ ঘোষ । সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে তোপ দাগলেন BJP-র রাজ্য সভাপতি ৷
পাথরপ্রতিমার সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ । বলেন, "রাজ্যের প্রায় প্রতিটি পাড়ায় ধর্ষণ হচ্ছে । এই কাজের সঙ্গে দিদিমণির দুষ্টু ছেলেরা যুক্ত । তারা সারাবছর দুষ্টুমি করছে আর ভোটের সময় ভোট লুট করছে ।" দিলীপের আরও মন্তব্য, "রাজ্যের পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে আর দিদিমণি উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় হাঁটছেন ।" এইসঙ্গে রাজ্যে BJP কর্মীদের খুন ও আমফান দুর্নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন BJP-র রাজ্য সভাপতি ।
পাথরপ্রতিমায় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে লঞ্চে করে G প্লটের উদ্দেশে রওনা দেয় BJP নেতৃত্বের দলটি । দিলীপ ঘোষকে দেখতে নদী-তীরে হাজির হন বহু কর্মী-সমর্থক ৷ সমর্থকদের সঙ্গে ছবি তোলেন দিলীপ ঘোষ । আজই বিকালে ডায়মন্ড হারবারে একটি বিক্ষোভ সমাবেশ যোগ দেওয়ার পর কলকাতায় ফিরবেন তিনি ৷