পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুন্দরবন এলাকায় ত্রাণ ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের - সাতে পাঁচে

সরকারিভাবে ত্রাণ পৌঁছলেও তা পর্যাপ্ত নয় । ফলে বিভিন্ন সময়ই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন মৌসুনি দ্বীপে । রবিবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা চাল, ডাল, তেল-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন এখানকার প্রায় 300 টি পরিবারের হাতে । অন্যদিকে আরেক যশ বিধ্বস্ত এলাকা কুলতলি ব্লকের মৈপিঠ উপকূলবর্তী এলাকার দুর্গত মানুষদের হাতে চাল, ডাল থেকে শুরু করে জামাকাপড়, ওষুধ, পানীয় জল, স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিলেন পূর্বায়ন রিসার্চ সোসাইটি ও সাতে পাঁচে নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ সেখানে মৈপিঠ কোস্টাল থানার ওসি প্রদীপ পালের সহযোগিতায় রবিবার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পূর্ব গুড়গুড়িয়া গ্রামের প্রায় 200 জন মানুষের হাতে শুকনো খাবার সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন তাঁরা ।

সুন্দরবন এলাকায় ত্রাণ পৌঁছল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ভাঙড়ের কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের প্রাক্তনীরা
সুন্দরবন এলাকায় ত্রাণ পৌঁছল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ভাঙড়ের কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের প্রাক্তনীরা

By

Published : Jun 6, 2021, 7:09 PM IST

নামখানা ও কুলতলি, 6 জুন : ভরা কোটাল ও যশের জোড়া ফলায় ব্যাপকভাবে বিপর্যস্ত মৌসুনি দ্বীপ ৷ প্রবল জলস্ফীতির জেরে বাঁধ ভেঙে প্লাবিত হয় নামখানার ভাঙন কবলিত মৌসুনি দ্বীপ । ধীরে ধীরে জল নামতে শুরু করলেও বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন । প্লাবনের জেরে মাটির বাড়িগুলি ভেঙে পড়ায় আশ্রয় হারিয়েছেন অনেকেই । এই পরিস্থিতিতে সেখানকার দুর্গত এলাকার অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

কেউ টিফিনের টাকা বাঁচিয়ে, আবার কেউ টিউশনি করে টাকা জমিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন মৌসুনি দ্বীপে । এই দ্বীপের বালিয়াড়া, সল্টঘেরি, বাগডাঙা ও কুসুমতলার বহু মানুষ এখনও ঘর ছাড়া । তবে যশ আছড়ে পড়ার আগেই স্থানীয় ফ্লাড শেল্টার ও স্কুল বাড়িতে আশ্রয় নেওয়ার ফলে প্রাণে বেঁচেছেন তাঁরা ।

সরকারিভাবে ত্রাণ পৌঁছলেও তা পর্যাপ্ত নয় । ফলে বিভিন্ন সময়ই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন এই দ্বীপে । রবিবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা চাল, ডাল, তেল-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন এখানকার প্রায় 300টি পরিবারের হাতে । আপাতত মৌসুনি দ্বীপের দুর্গত এলাকার মানুষকে সাহায্য করলেও আগামী দিনে সুন্দরবন তথা উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় বলে এদিন জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ।

সুন্দরবন এলাকায় ত্রাণ পৌঁছল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ও স্বেচ্ছাসেবী সংগঠন

আরও পড়ুন :Covid Vaccination : কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স

অন্যদিকে, আরেক যশ বিধ্বস্ত এলাকা কুলতলি ব্লকের মৈপিঠ উপকূলবর্তী এলাকার দুর্গত মানুষদের হাতে চাল, ডাল থেকে শুরু করে জামা কাপড়, ওষুধ, পানীয় জল, স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিল পূর্বায়ন রিসার্চ সোসাইটি ও সাতে পাঁচে নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ সেখানে মৈপিঠ কোস্টাল থানার ওসি প্রদীপ পালের সহযোগিতায় রবিবার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পূর্ব গুড়গুড়িয়া গ্রামের প্রায় 200 জন মানুষের হাতে শুকনো খাবার সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন তাঁরা ।

বয়সে ছোট হলেও এই কঠিন সময়ে অন্যের জন্য কিছু করার বাসনা ছিল ওদের । সেই তাগিদেই মিজানুর, জয়দীপ, গুল্লু, ভোম্বল, মঙ্গলদীপ ও প্রীতমরা তৈরি করল "সাতে পাঁচে" নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা । পূর্বায়ন রিসার্চ সোসাইটির সদস্যদের সঙ্গে একজোট হয়ে চাঁদা তুলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করল তারা ৷ সোমবার গুড়গুড়িয়া গ্রামের প্রায় 500 বাসিন্দাদের জন্য ভাত, ডাল রান্না করে খাওয়াবে বলে জানিয়েছেন সাতে পাঁচের সদস্যরা । যশ বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলের দুর্গত মানুষদের জন্য তাদের এই কাজ সত্যিই প্রশংসাযোগ্য ৷

ABOUT THE AUTHOR

...view details