কলকাতা, 11 অক্টোবর: পরীক্ষামূলকভাবে বছর খানেক আগেই বেহালার বেশ কয়েকটি গলিতে পিচ রাস্তার বদলে প্লাস্টিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছিল রাস্তা। এবার গলি ছেড়ে বড় রাস্তায় পড়ল প্লাস্টিক উপাদানের আস্তরণ। গলিতে সফল হয়েছে। আশানুরূপভাবে টেকসই পিচ রাস্তার তুলনায়। তাই এবার ভারী যানবাহন চলে এমন রাস্তা তৈরি হচ্ছে। যদি এই প্লাস্টিক উপাদানে তৈরি রাস্তার অংশ ভারী যানবাহন চললেও টেকসই হয় তাহলে আগামিদিনে বড় রাস্তা পিচের বদলে ব্যবহার হবে এই প্লাস্টিক উপাদান।
দেশের বিভিন্ন শহরে বেশ কয়েক বছর আগে থেকেই প্লাস্টিকের উপাদান দিয়ে রাস্তা তৈরি চালু হয়েছে। কলকাতায় এখন সেই পথে হাঁটেনি। গত বছর বেহালার বেশ কয়েকটি গলি পরীক্ষামূলকভাবে এই প্লাস্টিক দিয়ে তৈরি করা হলে সফল হয়। জল বর্ষায় খানাখন্দ হয়নি। গাড়ি যাতায়াতে বেশ ভালো। এবার খানাখন্দে ভরা উঁচু-নিচু ডায়মন্ড হারবার রোডের একাংশ এই প্লাস্টিক উপাদান দিয়ে করা হল। বৃষ্টিতে রাস্তা খুব একটা ক্ষতি হবে না। ভারী যাবাহন চলাচলে এই রাস্তা দীর্ঘদিন ঠিক থাকে কি না, এবার সেটাই দেখার।