পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কার্যত লকডাউনে যৌনকর্মীদের সাহায্যে এগিয়ে এলেন ডায়মণ্ড হারবারের বিধায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে রাজ্য জুড়ে জারি রয়েছে কড়া বিধিনিষেধ ৷ উপার্জন বন্ধ যৌন কর্মীদের ৷ এমন অবস্থায় তাঁদের সাহায্যার্থে এগিয়ে এলেন ডায়মণ্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও শিরাকোল প্যান্থিয়ন ওয়েলফেয়ার সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ৷

কার্যত লকডাউনে যৌনকর্মীদের সাহায্যে এগিয়ে এলেন ডায়মণ্ড হারবারের বিধায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন
কার্যত লকডাউনে যৌনকর্মীদের সাহায্যে এগিয়ে এলেন ডায়মণ্ড হারবারের বিধায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন

By

Published : May 20, 2021, 11:22 AM IST

ডায়মণ্ড হারবার, 20 মে : রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক । সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন জারি রয়েছে ৷ এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই উপার্জন বন্ধ যৌনকর্মীদের । দু'বেলা পেটের ভাত জোগাড় করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে তাঁদের । এমতাবস্থায় যৌন কর্মীদের পাশে দাঁড়ালেন ডায়মণ্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও শিরাকোল প্যান্থিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ৷

প্রসঙ্গত, ডায়মণ্ড হারবার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালীবাজারের যৌনপল্লীতে বেশ কিছু যৌন কর্মীদের বাস । তাঁদের সমস্যার কথা ভেবে শিরাকোল প্যান্থিয়ন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বুধবার যৌন কর্মীদের হাতে তুলে দিলেন চাল, ডাল-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ । কঠিন পরিস্থিতিতে সাহায্য পেয়ে খুশি যৌন কর্মীদের পরিবার ৷

কার্যত লকডাউনে যৌনকর্মীদের সাহায্যে এগিয়ে এলেন ডায়মণ্ড হারবারের বিধায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন

আরও পড়ুন :বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর

শিরাকোল প্যান্থিয়ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অমিত মালিক জানান, ইতিমধ্যেই ডায়মণ্ড হারবার-সহ বজবজ, বেহালা ও বারুইপুরের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে 'শিরাকোল প্যান্থিয়ন ওয়েলফেয়ার সোসাইটি । আগামী দিনে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাতেও দুঃস্থদের জন্য খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে বলে জানান তিনি ৷

ডায়মণ্ড হারবারের বিধায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী ।

ABOUT THE AUTHOR

...view details