বিষ্ণুপুর, ১৬ মার্চ : বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ। মৃতের নাম বুলা দাস(৬২)। বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ধানকলের।
বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর পচাগলা দেহ - house
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ধানকলে নিজের বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ।
পেশায় যাত্রা দলের অভিনেত্রী ছিলেন বুলা। স্বামীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। কয়েকমাস আগে যাদবপুরে তাঁর একমাত্র মেয়ের বিয়ে হয়। তারপর থেকে বিষ্ণুপুরের বাড়িতে একাই থাকতেন। রবিবার (১০ মার্চ) থেকে বুলাকে আর দেখা যায়নি। গতকাল জল সরবরাহ করতে এসে ডাকাডাকি করে পানীয় জল বিক্রেতা। সাড়া না পেয়ে বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। দেখে পচাগলা অবস্থায় মাটিতে পড়ে আছেন বুলা। খবর পাওয়ার পর ঘটনাস্থানে আসেন মৃতের মেয়ে। তবে, এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি প্রায় পাঁচ দিন আগের। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।