পাথর প্রতিমা (দক্ষিণ 24 পরগনা), 22 সেপ্টেম্বর: অনুন্নয়নের জবাব চাওয়ার নামে সিপিএম-এর পঞ্চায়েত সদস্যাকে হেনস্থা করার অভিযোগ উঠল গ্রামবাসীর একাংশের বিরুদ্ধে (CPM Panchayat Member Harassed by Villagers) ৷ গ্রামের মহিলারা ওই গৃহবধূকে তাঁর বাড়ি থেকে টেনে, হিঁচড়ে বের করে আনেন ৷ এমনকী, এলাকার এক পুরুষ বাসিন্দাকেও ওই মহিলার গায়ে হাত দিতে দেখা যায় ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) পাথর প্রতিমার (Pathar Pratima) মাধবনগর গ্রাম পঞ্চায়েতের 179 নম্বর বুথ এলাকায় ৷ প্রশ্ন উঠছে, অনুন্নয়ন নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ থাকতেই পারে ৷ তাঁরা এর প্রতিবাদও করতে পারেন ৷ কিন্তু, তা বলে একজন মহিলাকে এভাবে হিড় হিড় করে বাড়ি থেকে টেনে বের করা যায় কি ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে মহিলাকে এদিন হেনস্থার শিকার হতে হয়, গতবারের নির্বাচনে সিপিএম-এর টিকিটে জিতে পঞ্চায়েতে গিয়েছিলেন তিনি ৷ গ্রামবাসীর অভিযোগ, পাঁচ বছর কেটে গেলেও এলাকার উন্নয়নের স্বার্থে কোনও কাজ করেননি ওই মহিলা ৷ এমনকী, এলাকায় ফলাও করে রাস্তা সংস্কার প্রকল্পের ফলক বসলেও ভাঙাচোরা রাস্তায় আজ পর্যন্ত এক ঝুড়ি মাটিও পড়েনি ৷
আরও পড়ুন:'হাতে করে মেরেছি', স্বীকারোক্তি শান্তিনিকেতনে নিহত বালক খুনে ধৃত রুবি বিবির
এই এলাকায় একটি স্কুল রয়েছে ৷ অথচ, পানীয় জল সরবরাহের কল থেকে দীর্ঘদিন ধরেই পোকা বের হচ্ছে ৷ এই বিষয়ে পঞ্চায়েতে বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ গ্রামের আট থেকে আশি হোক, কিংবা স্কুলপড়ুয়া, সকলকেই ওই জল ছেঁকে খেতে হচ্ছে ! গ্রামের ভাঙাচোরা রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢোকে না ৷ একটু বৃষ্টি হলেই কাদায় পা ডুবে যায় ৷ নিকাশির হালও তথৈবচ ৷ তবুও হুঁশ নেই স্থানীয় পঞ্চায়েত সদস্যার ৷ দীর্ঘদিনের জমা ক্ষোভের জেরেই বৃহস্পতিবার তাঁর বাড়িতে চড়াও হন গ্রামবাসীর একাংশ ৷ পঞ্চায়েত সদস্যাকে বাড়ি থেকে টেনে বের করে আনেন তাঁরা ৷ তারপর প্রকাশ্য়ে, সকলের সামনেই তাঁর কাছে অনুন্নয়নের কৈফিয়ত চাওয়া হয় ৷
যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার দাবি, এলাকার অনুন্নয়নের জন্য তিনি দায়ী নন ৷ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতটি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে ৷ কিন্তু, তিনি জিতেছেন সিপিএম-এর টিকিটে ৷ তাই তাঁর সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয় বলে দাবি করেন ওই পঞ্চায়েত সদস্যা ৷ তাঁকে কোনও বৈঠকে ডাকা হয় না বলেও জানান তিনি ৷ এমনকী, তাঁর এলাকার উন্নয়ন নিয়েও কোনও উচ্চবাচ্য করা হয় না ৷ এই অভিযোগ আবার মানতে চাননি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ৷ তিনি জানিয়েছেন, ওই সদস্যাই বরং পঞ্চায়েতের কোনও বৈঠকে আসেন না ৷ উন্নয়ন সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা এবং বাজেট জমা করেন না ৷ তিনি যদি লিখিতভাবে তাঁর আবেদন কর্তৃপক্ষকে জানান, তাহলে অবশ্যই পদক্ষেপ করা হবে ৷