ভাঙড়, 5 মে : ভোট পরবর্তী হিংসা রাজ্যে অব্যাহত ৷ ভাঙড়ের গাবতলা গ্রামের ঘটনা ৷ এক তৃণমূল কর্মীর তুলোর গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ৷ আগুন লাগার জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা গোডাউনটি ৷ যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ৷ ঘটনার জেরে ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি ৷
ভাঙড়ে তৃণমূল কর্মীর তুলোর গোডাউনে আগুন, অভিযুক্ত আইএসএফ
ভাঙড়ের এক তৃণমূল কর্মীর তুলোর গোডাউনে আগুন লাগানোর অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে ভাঙর থানার পুলিশ ৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত আড়াইটে নাগাদ হঠাৎ বোমের আওয়াজ হয় ৷ আওয়াজের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ স্থানীয়রা বাইরে বেরিয়ে এসে দেখেন এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন মোল্লার তুলোর গোডাউন দাউ দাউ করে জ্বলছে ৷ সঙ্গে সঙ্গে তারা দমকলে খবর দেয় ৷ দমকল আসার আগে পর্যন্ত স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ পরে দমকলের 1 টি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পাশাপাশি তৃণমূল কর্মী তথা তুলোর গোডাউনের মালিক শাহাবুদ্দিন মোল্লার দাবি, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার জন্য আইএসএফের কর্মীরাই দায়ী ৷
এলাকার এক তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, ভাঙর বিধানসভায় আইএসএফ জেতার পর থেকে হামলার পরিবেশ তৈরী করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে ৷ স্থানীয়রা খবর দেয় ভাঙর থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ তৃণমূলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
আরও পড়ুন :কোচবিহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার