ডায়মন্ড হারবার, 23 মার্চ : প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে ফেরা মানুষকে নিয়ে অনেকেই আতঙ্কে ভুগছেন। তাই কেউ বাইরে থেকে ফিরলেই তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এমনই চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। গতকাল স্বাস্থ্য পরীক্ষা করাতে সেখানে ভিড় জমান ভিন রাজ্য থেকে ফেরা মানুষজন।
বাইরে থেকে ফিরলেই স্বাস্থ্য পরীক্ষা, লম্বা লাইন হাসপাতালে - জনতা কারফিউ
জনতা কারফিউের মাঝেই আতঙ্ক থেকে নিস্তার পেতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লাইন দিয়েছেন ভিন রাজ্য ফেরত মানুষ ৷
কেউ ফিরেছেন চেন্নাই থেকে, তো কেউ বেঙ্গালুরু থেকে ৷ প্রত্যকের মনে একটাই আতঙ্ক- কোরোনায় আক্রান্ত না তো ৷ সেই আতঙ্ক থেকে নিস্তার পেতে গতকাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লাইন দেন ভিন রাজ্য ফেরত মানুষ ৷ সামগ্রিক এই প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা ।
সরকারের তরফে এক জায়গায় অনেককে একত্রিত বা সংঘবদ্ধ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু, আতঙ্ক পিছু ছাড়ছে না মানুষের ৷ ইতিমধ্যে ভিন রাজ্য থেকে ফেরা এমন 150 জনের বেশি মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে । প্রশাসন সূত্রে খবর, এখনও কারও শরীরে সংক্রমণ পাওয়া যায়নি ৷