গোসাবা, 7 জুন : ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোড়া ফলায় কার্যত বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার গোসাবা ৷ কোটালের জেরে এলাকার একাধিক নদীতে জলস্ফীতি শুরু হয়ে গিয়েছে ৷ গোসাবার একাধিক অস্থায়ী নদীবাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে নোনা জল ৷ যার জেরে নষ্ট হয়ে গিয়েছে চাষের জমি। এই প্রেক্ষাপটে সোমবার উপদ্রুত এলাকা পরিদর্শনে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যশের পর প্রায় দু’সপ্তাহ কাটতে চললেও এখনও গোসাবার বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে নোনা জলে ৷ এরই মধ্যে ক্রমশ তীব্র হচ্ছে পানীয় জলের সঙ্কট ৷ কয়েক হাজার পরিবার তাঁদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও হারিয়েছে ৷
সোমবার গোসাবার যশে ক্ষতিগ্রস্ত এইসব এলাকা পরিদর্শনে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধিরা যান পাথরপ্রতিমায় ৷ তারপর সেখান থেকে আসেন গোসাবায় ৷ কেন্দ্রীয় প্রতিনিধিদলের হেলিকপ্টার গোসাবার কিষাণ মান্ডি ভবনের মাঠে এসে নামে ৷