কলকাতা, 10 নভেম্বর: 2009 সালের দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruitment) পরীক্ষায় 1834 জনের যে প্যানেল তৈরি করা হয়েছিল, সেই প্যানেল অনুয়ায়ী দু’সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ ।
2009 সালে 1834 জনকে দক্ষিণ 24 পরগনায় (South 24 Parganas) প্রাথমিকে নিয়োগে রাজ্য প্যানেল বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । 2009 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে তৈরি নিয়োগ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে আদালত । আদালত জানিয়েছে, যাঁদের প্যানেলভুক্ত করা হয়েছে, তাঁদের নাম প্রকাশ করা দরকার । না হলে মামলাকারীরা জানতে পারবেন না তাঁদের অবস্থান ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গুরুতর বেনিয়ম হয়েছে বলে নিশ্চিত হয়ে আদালত আগেই পদক্ষেপ করেছিল । সেই অনুযায়ী, উত্তর 24 পরগনা, হাওড়া ও মালদা জেলা আগেই নির্দেশ মতো নিয়োগ করেছে । কিন্তু দক্ষিণ 24 পরগানায় নিয়োগ বাতিল করা হয় । সেই প্যানেলের ভিত্তিতেই দু’সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের ।