পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary Teachers Recruitment: দক্ষিণ 24 পরগনায় 2009-এর প্যানেলের ভিত্তিতে 1834 জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী উত্তর 24 পরগনা, হাওড়া ও মালদা প্রাথমিকে 2009 সালের প্যানেলের শিক্ষকদের নিয়োগ করে ৷ এবার দক্ষিণ 24 পরগনাকেও (South 24 Parganas) সেই নির্দেশ মানতে হবে ৷

calcutta-high-court-orders-to-recruit-1632-candidates-of-2009-primary-teachers-recruitment-panel-in-south-24-parganas
Primary Teachers Recruitment: দক্ষিণ 24 পরগনায় 2009-এর প্যানেলের ভিত্তিতে 1632 জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

By

Published : Nov 10, 2022, 4:58 PM IST

Updated : Nov 10, 2022, 5:08 PM IST

কলকাতা, 10 নভেম্বর: 2009 সালের দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruitment) পরীক্ষায় 1834 জনের যে প্যানেল তৈরি করা হয়েছিল, সেই প্যানেল অনুয়ায়ী দু’সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ ।

2009 সালে 1834 জনকে দক্ষিণ 24 পরগনায় (South 24 Parganas) প্রাথমিকে নিয়োগে রাজ্য প্যানেল বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । 2009 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে তৈরি নিয়োগ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে আদালত । আদালত জানিয়েছে, যাঁদের প্যানেলভুক্ত করা হয়েছে, তাঁদের নাম প্রকাশ করা দরকার । না হলে মামলাকারীরা জানতে পারবেন না তাঁদের অবস্থান ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গুরুতর বেনিয়ম হয়েছে বলে নিশ্চিত হয়ে আদালত আগেই পদক্ষেপ করেছিল । সেই অনুযায়ী, উত্তর 24 পরগনা, হাওড়া ও মালদা জেলা আগেই নির্দেশ মতো নিয়োগ করেছে । কিন্তু দক্ষিণ 24 পরগানায় নিয়োগ বাতিল করা হয় । সেই প্যানেলের ভিত্তিতেই দু’সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের ।

দক্ষিণ 24 পরগনায় 2009-এর প্যানেলের ভিত্তিতে 1632 জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের আইনজীবী কমলেশ ভট্টাচার্য জানান, 2009 সালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ৷ 2012 সালে তার মধ্যে চারটি জেলার প্যানেল বাতিল করে দেওয়া হয় ৷ বেআইনি ভাবে প্যানেল তৈরি হয়েছে, এই অভিযোগে তা বাতিল করা হয়েছিল ৷ আবার পরীক্ষার মাধ্যমে প্যানেল হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়নি ৷ তাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল ৷

অন্যদিকে চাকরি প্রার্থী অরিন্দম মণ্ডল জানান, আদালতের তাঁরা খুশি ৷ আদালতের নির্দেশ মেনে তাঁদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন করেছেন তিনি ৷

আরও পড়ুন:ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated : Nov 10, 2022, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details