ঢোলাহাট, 31 জুলাই: বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূল কর্মীর বাড়ি-সহ পুরো এলাকা। বাজির মতো শোনা যায় পরপর বোমা ফাটার শব্দ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে যায় বাড়ির ছাউনির বেশ কিছুটা অংশ । এমনকী বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ছিটকে বাইরে পড়ে। রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামে । ওই গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামের বাসিন্দা আসাদুল খাঁ’র বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে । প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে। ঘটনার সময় আসাদুল খাঁ বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির ভিতরে বোমা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে আসাদুল খাঁ পলাতক। তার খোঁজ শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।
আরও পড়ুন:ভোটগণনার মাঝে ময়নায় বাঁশ বাগানে বোমা বিস্ফোরণ, হাত উড়ল বৃদ্ধের