পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Blast at Dholahat: বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ! উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল - Bomb blast at TMC worker house in Dholahat area

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে গিয়েছে বাড়ির চাল। মনকী বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ছিটকে বাইরে পড়ে। ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল কর্মী ৷

Bomb Explosion at Dholahat
উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল

By

Published : Jul 31, 2023, 2:28 PM IST

উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল

ঢোলাহাট, 31 জুলাই: বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূল কর্মীর বাড়ি-সহ পুরো এলাকা। বাজির মতো শোনা যায় পরপর বোমা ফাটার শব্দ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে যায় বাড়ির ছাউনির বেশ কিছুটা অংশ । এমনকী বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ছিটকে বাইরে পড়ে। রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামে । ওই গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামের বাসিন্দা আসাদুল খাঁ’র বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে । প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে। ঘটনার সময় আসাদুল খাঁ বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির ভিতরে বোমা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে আসাদুল খাঁ পলাতক। তার খোঁজ শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।

আরও পড়ুন:ভোটগণনার মাঝে ময়নায় বাঁশ বাগানে বোমা বিস্ফোরণ, হাত উড়ল বৃদ্ধের

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আসাদুল খাঁ। একটি ফাঁকা মাঠের মধ্যে বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। এদিন সকাল থেকে আসাদুল ও তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তারপর বিকাল সাড়ে 3টে নাগাদ হঠাৎ করেই ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দা শোভান আলি খানের কথায়, "পরপর অন্তত 10টি বোমা বিস্ফোরণ ঘটে।" আসাদুল তাঁর বাড়িতে বেআইনিভাবে বোমা মজুত রেখেছিলেন বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।

কিন্তু, তিনি কেন বাড়িতে বোমা মজুত রেখেছিলেন, এখনও বোমা রয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। পলাতক আসাদুল খাঁয়ের খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ অন্যদিকে, তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আসাদুল খাঁয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই শাসকদলের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ উঠছে। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:ভাঙড়ের চালতাবেড়িয়ায় আবার বোমা বিস্ফোরণ, জখম তিন

ABOUT THE AUTHOR

...view details