ঢোলাহাট, 22 নভেম্বর : পারিবারিক বিবাদের গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ । ঢোলাহাট থানার মিলন মোড় এলাকার ঘটনা । আজ সকালে বধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ।
পারিবারিক বিবাদের জেরে খুন গৃহবধূ - পারিবারিক বিবাদের জেরে খুন
দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
তিন বছর আগে শংকরপুর এলাকার ওই যুবতির সঙ্গে রহমতউল্লা শেখ নামে এক যুবকের বিয়ে হয় । স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্কই ছিল বলে জানতেন যুবতির বাড়ির লোকেরা । কিন্তু, স্থানীয়দের দাবি, বিগত দুবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল । অভিযোগ, যুবতির উপর অত্যাচার চালাত স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা । এক সপ্তাহ আগে ঢোলাহাটে নবী দিবস উপলক্ষে যুবতি বাপের বাড়ি যান । শ্বশুরবাড়িতে ফিরেছিলেন তিনদিন আগে । ফের শুরু হয় অশান্তি । আজ সকালে শ্বশুরবাড়ির লোকেরা যুবতির বাড়িতে ফোন করে জানায়, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে ।
পরিবারের লোকজন ঢোলাহাট থানায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন । ঢোলাহাট থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । কিন্তু যেহেতু মেয়ের বিবাহিত জীবন মাত্র তিন বছরের তাই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর । ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।