নামখানা, 15 জুলাই : সুন্দরবন জেলা পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টায় রাতেই উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হৈমবতী ট্রলার ৷ বুধবার গভীর রাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর ন'জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয় । তবে নামখানার হরিদেবপুরের বাসিন্দা অনাদি শাসমল নামে এক মৎস্যজীবীর দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধারকারী দল ৷ বৃহস্পতিবার সকাল হতেই ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷
প্রসঙ্গত, বুধবার ভোর পাঁচটার সময় মাছ ধরে বন্দরে ফেরার পথে বকখালির রক্তেশ্বরী চড়ের কাছে 12জন মৎস্যজীবী-সহ উল্টে যায় এফবি হৈমবতী নামে একটি ট্রলার । 12 জনের মধ্যে শুভঙ্কর শাসমল ও সন্তোষ মণ্ডল নামে দু'জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও 10 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন ।
ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে নামখানার 10 মাইল থেকে ট্রলারটিকে উদ্ধারের জন্য রওনা দেয় 14টি মৎস্যজীবী ট্রলার । সুন্দরবন জেলা পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান । প্রায় 10 ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে । প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রাতভর সেই তল্লাশি অভিযান দেখতে উপকূলে ভিড় জমান মৎস্যজীবী পরিবারের সদস্যরা ।