মহেশতলা, ১০ মার্চ : বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একজনের। জখম দু'জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে তাঁরা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি মহেশতলা থানার ফুলতলা এলাকার। ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১
বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একজনের। জখম দু'জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে তাঁরা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি মহেশতলা থানার ফুলতলা এলাকার। ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর, ফুলতলার ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল। আজ সকালে ভিন রাজ্য থেকে ছয় ড্রাম বারুদ আসে ওই বাড়িতে। সেইসময় বাজি তৈরির কাজ করছিল কর্মীরা। হঠাৎ দুপুরে বিস্ফোরণ হয়। বাঁচার জন্য ওই বাড়ি থেকে পালাতে শুরু করে কর্মীরা। সেইসময় জখম হয় খোকন বর্মণ ও নিমাই বর্মণ নামে দুই কর্মী। তবে, বাড়ির অ্যাসবেস্টর মাথায় ভেঙে পড়ায় জ্ঞান হারায় অনুপ দলুই নামে এক কর্মী। তারপর সে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
ডায়মন্ডহারবার পুলিশ সুপার পি এস সিলভামুরুগান জানান, বেআইনিভাবে প্রচুর বাজি মজুত থাকায় এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।