পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP সমর্থকদের মার, অভিযুক্ত তৃণমূল - jharkhali

লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে এলাকায় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন BJP কর্মীরা । আর তাই তাঁদের মারধর করল তৃণমূলের গুণ্ডাবাহিনী ।

আহত BJP কর্মী

By

Published : May 17, 2019, 3:18 PM IST

Updated : May 17, 2019, 3:27 PM IST

ঝড়খালি, 17 মে : BJP-কে সমর্থন করার জন্য মারধর করা হল কয়েকজনকে । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঝড়খালি থানার অন্তর্গত বালিখাল বাজারের ।

গতকাল সন্ধ্যায় এলাকার পাঁচজন BJP কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ । তাদের মধ্যে বিনয় মণ্ডল, অমর মণ্ডল ও নিতাই মণ্ডলের অবস্থা গুরুতর । লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে এলাকায় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন তাঁরা । সেই কারণেই তৃণমূল কর্মীরা তাঁদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনায় আহতরা আজ এবিষয়ে ঝড়খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন । বর্তমানে তাঁরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

Last Updated : May 17, 2019, 3:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details