পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোসাবায় BJP কর্মীদের বাড়ি ভাঙচুর - tmc

ভোটের পর BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করা হল । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

বর

By

Published : May 20, 2019, 3:31 PM IST

গোসাবা, 20 মে : ইতিমধ্যেই শেষ হয়েছে শেষ দফার নির্বাচন । নির্বাচনের পরই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা । গতকাল ভোটের পর BJP কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

অভিযোগ, গতকাল সকালে ভোটের সময় বুথে এজেন্ট হিসেবে বসতে গেলে BJP কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন । ভোটের আগে থেকেই BJP কর্মীদের উপর হামলা ও তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, গতকাল ভোটের পর তিন BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

ঘটনায় গোসাবা থানায় অভিযোগ দায়ের করে BJP নেতৃত্ব । তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details