নোদাখালি, 19 মে : ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । আজ সকালে পূর্বফোয়ালি ২৫৯ নম্বর বুথে যান তিনি । সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা । তারপরই তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁকে খুনের চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ ।
ডায়মন্ড হারবারের BJP প্রার্থীর গাড়ি ভাঙচুর - kolkata
নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । পূর্বফোয়ালি ২৫৯ নম্বর বুথে কাছে তাঁর গাড়িতে ভাঙচুর করা হয় ।
গাড়ি ভাঙচুর
নীলাঞ্জন রায় বলেন, "আজ বজবজের বিভিন্ন বুথে তৃণমূলের গুন্ডাবাহিনী সন্ত্রাস চালাচ্ছে । আমি সেই খবর পেয়ে বুথে গিয়ে তদারকি করছি । আমার উপর হামলা হয়েছে । আমার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে । আমাকে খুন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী । আমরা কমিশনে এবিষয়ে অভিযোগ জানিয়েছি ।"
Last Updated : May 19, 2019, 1:03 PM IST