ভাঙড়, 13 মে : CPI(M) কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল বামনঘাটা পঞ্চায়েতের হাটগাছা গ্রামের CPI(M) কর্মীদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । পাশাপাশি CPI(M)-এর দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি প্রার্থীর নামও দেওয়াল থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান যাদবপুর কেন্দ্রের CPI(M) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ।
শনিবার রাতে হাটগাছায় কয়েকজন CPI(M) কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় । বোমাবাজির পাশাপাশি চালানো হয় গুলি । অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের সমর্থক । ঘটনাস্থানে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । ঘটনাস্থান থেকে কয়েকটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ ।