পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPI(M) সমর্থকদের বাড়িতে বোমাবাজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিকাশের - warning

CPI(M) কর্মী সমর্থকের বাড়িতে বোমাবাজি, গুলি । পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার ও প্রার্থীর নাম মুছে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । কর্মীদের পাশে থাকার আশ্বাস দিতে ঘটনাস্থানে যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।

ফাইল ফোটো

By

Published : May 13, 2019, 6:40 AM IST

ভাঙড়, 13 মে : CPI(M) কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতকাল বামনঘাটা পঞ্চায়েতের হাটগাছা গ্রামের CPI(M) কর্মীদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । পাশাপাশি CPI(M)-এর দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি প্রার্থীর নামও দেওয়াল থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান যাদবপুর কেন্দ্রের CPI(M) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ।

শনিবার রাতে হাটগাছায় কয়েকজন CPI(M) কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় । বোমাবাজির পাশাপাশি চালানো হয় গুলি । অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের সমর্থক । ঘটনাস্থানে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । ঘটনাস্থান থেকে কয়েকটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ ।

এলাকার CPI(M) কর্মী বিপ্লব মণ্ডল বলেন, "রাত সাড়ে বারোটা নাগাদ প্রায় ছ'জন তৃনমূল আশ্রিত দুষ্কৃতী আমাদের কয়েকজনের বাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়ে ও গুলি চালায় । শেষে এলাকার মানুষের সম্মিলিত প্রতিরোধে সবাই পালিয়ে যায়। এইসব করে ওরা ভোটের আগে এলাকায় আতঙ্ক তৈরি করতে চাইছে।"

অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল বলেন, "কোনও গুলি বোমা পড়েনি । ভোটের আগে CPI(M) নাটক করে মানুষের সহানুভূতি পেতে চাইছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details