পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়নগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

ভোট চলাকালীন বারুইপুর পূর্ব বিধানসভার বেলেদুর্গা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ ৷

জয়নগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
জয়নগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

By

Published : Apr 6, 2021, 3:48 PM IST

জয়নগর , 6 এপ্রিল :রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলছে ৷ বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র থেকে ৷ এরই মধ্যে অশান্তির খবর এল দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার বেলেদুর্গা নগর গ্রামের ৷ ভোট চলাকালীন বেলেদুর্গা প্রাথমিক বিদ্যালয়ের 184 ও 185 নম্বর বুথে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আহত বিজেপি কর্মী-সমর্থকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জয়নগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন সরদার। তাঁর দাবি, তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ৷

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে , বিজেপি প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এসব করছে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে ।

আরও পড়ুন :আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: সুজাতা

ABOUT THE AUTHOR

...view details