পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কড়া পাহারায় ইভিএম নিয়ে যাওয়া হল ডায়মন্ড হারবারের স্ট্রংরুমে - ফকির চাঁদ কলেজ

তৃতীয় দফার নির্বাচন শেষে প্রার্থী ভাগ্য বন্দী করে ইভিএম এসে পৌঁছল স্ট্রংরুমে ৷ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সমস্ত ইভিএম স্ট্রংরুমে এনে জমা করলেন ভোটকর্মীরা ৷

একে একে স্ট্রং রুমের আনা হচ্ছে ইভিএম মেশিন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
একে একে স্ট্রং রুমের আনা হচ্ছে ইভিএম মেশিন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

By

Published : Apr 7, 2021, 12:40 PM IST

ডায়মন্ড হারবার, 7 এপ্রিল :তৃতীয় দফার ভোট শেষে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইভিএম নিয়ে যাওয়া হল ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের স্ট্রংরুমে । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম ।

মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয় ৷ হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনা জেলার মোট 31 টি বিধানসভা কেন্দ্রে ভোট হয় । যার মধ্যে দক্ষিণ 24 পরগনার 16টি আসনে প্রার্থীর ভাগ্যও ইভিএম বন্দী হয় ৷ বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে তৃতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয় মঙ্গলবার ৷

কড়া পাহারায় ইভিএম চলল স্ট্রংরুমের উদ্দেশে

প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজে করা হয়েছে স্ট্রংরুম। সেইমতো ডায়মন্ড হারবার মহকুমার ভোটগ্রহণ কেন্দ্রগুলি থেকে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় ফকির চাঁদ কলেজে নিয়ে আসা হয়েছে ইভিএম। ভোটকর্মীরা দায়িত্ব সহকারে সমস্ত ইভিএম স্ট্রংরুমে এনে জমা করেছেন ৷ আপাতত স্ট্রংরুমেই বন্দী থাকবে প্রার্থীদের ভাগ্য ৷ ইভিএমে বন্দী কোন প্রার্থীর ভাগ্যে শিকে ছিঁড়বে তার জন্য অপেক্ষা 2 মে-র ৷

আরও পড়ুন :নির্বাচন নয়, কোরোনায় সংক্রমণ-মৃত্যু নিয়ে ভাবুন, আর্জি চিকিৎসকদের

ABOUT THE AUTHOR

...view details