ডায়মন্ডহারবার, 2 এপ্রিল: ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর হামলা চালানো হল । প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তিনি । আজ সকালে পারুলিয়া কোষ্টাল থানার হরিদেবপুরে প্রচারে গেলে তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিজেপি সূত্রে দাবি, তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায়। দীপক হালদারের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন । তাঁদের উদ্ধার করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।