পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মগরাহাটে আইএসএফ প্রার্থীকে প্রাণনাশের হুমকি ! কাঠগড়ায় তৃণমূল

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ৷ তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ বিযয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন প্রার্থী ৷

মইদুল ইসলাম
মইদুল ইসলাম

By

Published : Mar 23, 2021, 10:53 AM IST

ডায়মন্ড হারবার, 23 মার্চ : প্রশাসনের সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়ার বাঁকির মোড় এলাকায়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আইএসএফ প্রার্থী তথা শিক্ষক নেতা মইদুল ইসলাম। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি ৷

ঘটনার সূত্রপাত শুক্রবার। নেতড়া এলাকার বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তৃণমূলের কয়েকজন নেতা আইএসএফ কর্মীদের দোকান বন্ধ করে দেয় বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হন মগরাহাট পশ্চিমের প্রার্থী মইদুল ইসলাম। পুলিশ ঘটনাস্থানে এলে তাদের সামনেই ওদুদ গাজি ও হায়দার গাজি নামে দুই তৃণমূল নেতা আইএসএফ প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। পুলিশের সামনে হুমকি শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান প্রার্থী ৷

মইদুল বলেন, আমাদের কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি দোকান বন্ধ করে দেয় নেতড়া অঞ্চলের কয়েকজন তৃণমূল নেতা। তারই প্রতিবাদ করতে থানায় যাই। পরে নেতড়ায় পুলিশ এলে তাদের সামনেই তৃণমূল নেতা ওদুদ গাজি ও হায়দার গাজি আমাকে প্রাণনাশের হুমকি দেয়। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বুঝতে পেরে এরা সন্ত্রাস চালাচ্ছে। তবে মানুষ বিষয়টি জানে। ঠিক সময় এর উত্তর দেবে।

মগরাহাট পশ্চিম কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে প্রাণনাশের হুমকি,কাঠগড়ায় শাসক দল

অভিযোগ অস্বীকার করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা বলেন, এই বিধানসভা কেন্দ্র শান্তিপ্রিয় এলাকা। এখানে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। কারও হুমকি দেওয়ার কোনও প্রশ্নই আসে না। অপপ্রচার চালিয়ে কোনও লাভ নেই।

আরও পড়ুন :দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, অস্বীকার বিজেপির

ABOUT THE AUTHOR

...view details