ডায়মন্ড হারবার, 23 মার্চ : প্রশাসনের সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়ার বাঁকির মোড় এলাকায়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আইএসএফ প্রার্থী তথা শিক্ষক নেতা মইদুল ইসলাম। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি ৷
ঘটনার সূত্রপাত শুক্রবার। নেতড়া এলাকার বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তৃণমূলের কয়েকজন নেতা আইএসএফ কর্মীদের দোকান বন্ধ করে দেয় বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হন মগরাহাট পশ্চিমের প্রার্থী মইদুল ইসলাম। পুলিশ ঘটনাস্থানে এলে তাদের সামনেই ওদুদ গাজি ও হায়দার গাজি নামে দুই তৃণমূল নেতা আইএসএফ প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। পুলিশের সামনে হুমকি শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান প্রার্থী ৷