পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুরে সংযুক্ত মোর্চার সঙ্গে সংঘর্ষে মৃত্যু তৃণমূল কর্মীর, আহত উভয়পক্ষের 10 - সংযুক্ত মোর্চা

তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে বারুইপুরে বেলগাছি এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় সংযুক্ত মোর্চার কর্মীরা ৷ অন্যদিকে, সংযুক্ত মোর্চার কর্মীরা অভিযোগ জানাচ্ছে, তাদের উপরই হামলা চালিয়েছে তৃণমূল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Mar 25, 2021, 10:56 AM IST

Updated : Mar 25, 2021, 2:42 PM IST

বারুইপুর, 25 মার্চ : বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষ । ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর ৷ আহত হয়েছেন দু'পক্ষের 10 জন ৷ অন্যদিকে, নিখোঁজ সংযুক্ত মোর্চার তিন কর্মী । ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বারুইপুরের বেলগাছির ঘটনা ৷

তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাতে বেলেগাছি এলাকায় আইএসএফ, সিপিআইএম ও বিজেপি গোপন বৈঠক করছিল ৷ সেই সময় সেখান থেকে তৃণমূলের কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন । হঠাৎই তাঁদের উপর হামলা চালায় সংযুক্ত মোর্চার কর্মীরা ৷ ঘটনায় পাঁচ তৃণমূল কর্মী আহত হয় ৷ তাঁদের মধ্যে রুহুল আমিন মিদ্দে নামে এক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বেসরকারি হাসপাতালে পাঠালে সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন,অন্ডালে বিস্ফোরণে মৃত 1, আহত 3

যদিও, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী স্বপন নস্করের । তাঁর অভিযোগ, বেলগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলছিল ৷ তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎই সেখানে হামলা চালায় । হামলায় সংযুক্ত মোর্চার পাঁচ কর্মী আহত হন ৷ তাঁদের মধ্যে তিনজন নিখোঁজ রয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ৷

Last Updated : Mar 25, 2021, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details