পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোটেলের আড়ালে মধুচক্র, গ্রেপ্তার 7 - baruipur

বারুইপুরের বেগমপুর এলাকা গতকাল বিকেলে হানা দিয়ে অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় হোটেলের ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

হোটেলের আড়ালে মধুচক্র

By

Published : Jul 4, 2019, 4:14 AM IST

বারুইপুর, 4 জুলাই : হোটেলে বসত মধুচক্রের আসর । গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে সেখানে হানা দেয় পুলিশ । এরপরই অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে । হোটেলের ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বারুইপুরের বেগমপুর এলাকার ঘটনা।

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে বেগমপুরের ওই হোটেলে হানা দেয় বারুইপুর থানার পুলিশ । অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 6 জন পুরুষ এবং বাকি 6 জন মহিলা । এরপরই হোটেলের ম্যানেজারের কাছে রেজিস্টার দেখতে চায় পুলিশ। রেজিস্টার দেখে মধুচক্রের আসর বসার বিষয়ে নিশ্চিত হয়ে যায় তারা। দেখা যায়, রেজিস্টারে যে সমস্ত নাম লেখা ছিল তা পুরোটাই ভুয়ো । ঘটনাস্থান থেকেই 6 জন পুরুষকে গ্রেপ্তার করে। হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার ইন্দ্রজিৎ নস্করকেও গ্রেপ্তার করা হয় । বাকি ছ'জন মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।

আজ সাত জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

ABOUT THE AUTHOR

...view details